A
Corpora
B
Corpuses
C
Corpuss
D
A & B
উত্তরের বিবরণ
Corpus
-
English meaning: a collection of written or spoken texts.
-
Bangla meaning: কোনো বিশেষ বিষয়ের উপর লিখিত রচনাসমূহের সংগ্রহ; অধ্যয়নযোগ্য বস্তুর সমাহৃতি।
-
Plural: corpora / corpuses
-
Example sentence: All the dictionary examples are taken from a corpus of billions of words.
Source: Cambridge & Accessible Dictionary
নোট: ক) Corpora ও খ) Corpuses—উভয়ই সঠিক।

0
Updated: 1 week ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 1 month ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 1 month ago
The line "Fools that will laugh on earth, most weep in hell" appears in which play?
Created: 5 days ago
A
The Tempest
B
Macbeth
C
Doctor Faustus
D
Othello
Line:
"Fools that will laugh on earth, most weep in hell" — appears in Doctor Faustus.
Doctor Faustus
-
Author: Christopher Marlowe
-
Full Title: The Tragicall History of D. Faustus
-
Published: 1604
-
Structure: 5 acts, tragedy
Summary:
Faustus, a scholar, sells his soul to Mephistopheles for 24 years of unlimited power. Despite opportunities to repent, he ultimately remains bound to his pact and is dragged to hell.
Important Characters:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel & The Evil Angel
-
Wagner
-
The Old Man
Notable Quotes:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"Money can't buy love, but it improves your bargaining position."
-
"He that loves pleasure must for pleasure fall."
About Christopher Marlowe:
-
Elizabethan poet, called The Father of English Tragedy
-
Part of the University Wits
-
Other Works: The Jew of Malta, Tamburlaine the Great, Dido, Queen of Carthage
Note: The other options (The Tempest, Macbeth, Othello) are all by William Shakespeare.

0
Updated: 5 days ago
What quality does Sidney value most in poetry?
Created: 3 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 3 months ago