ইলবার্ট বিলের বিষয়বস্তু কী?
A
ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
B
ভারতীয় কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ।
C
ব্রিটিশদের দ্বারা পরিচালিত বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ।
D
ভারতীয় সংবাদপত্রের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।
উত্তরের বিবরণ
ইলবার্ট বিল (Elbert Bill)
-
ইলবার্ট বিলের বিষয়বস্তু: ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
-
প্রসঙ্গ: ১৮৮৩ সালে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের আইন-সদস্য স্যার সি.পি. ইলবার্ট এই বিল প্রস্তাব করেন।
-
উদ্দেশ্য: ভারতীয় বিচারকদের কাছে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা এবং ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা স্থাপন।
-
বিরোধ: ইউরোপীয়রা তীব্রভাবে বিরোধিতা করে, কারণ তারা মনে করত এটি তাদের শাসক অবস্থানে আঘাত করবে।
-
প্রভাব: ইলবার্ট বিল বিতর্ক ভারতের শিক্ষিত মধ্যবিত্তকে জাতীয়তাবাদী আন্দোলনের দিকে উদ্বুদ্ধ করে, যা পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগঠন গঠনের পথ সুগম করে।
সূত্র:

0
Updated: 14 hours ago
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?
Created: 11 hours ago
A
মতিউর রহমান
B
সার্জেন্ট জহুরুল হক
C
ড. শামসুজ্জোহা
D
আসাদুজ্জামান আসাদ
১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হলে গণঅভ্যুত্থান নতুন মাত্রা লাভ করে।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
আইয়ুব সরকারের নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি ১৯৬৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পুলিশের গুলিতে আসাদুজ্জামান নিহত হন, যা গণঅভ্যুত্থানকে তীব্রতা দেয়।
-
আসাদুজ্জামান বা শহিদ আসাদ ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
-
২৪ জানুয়ারি ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস, এই দিনে সংগ্রামী জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে মিছিল বের করে। পুলিশের গুলিতে নবম শ্রেণির ছাত্র মতিউর এবং ছুরিকাঘাতে রুস্তম নিহত হন।
-
১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক এবং ১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা শহিদ হন।
-
এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি হিসেবে আইয়ুব সরকারের পতন ঘটে এবং আইয়ুব খান ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন।
সূত্র:

0
Updated: 11 hours ago
’ছোট সোনামসজিদ’ কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
নওঁগা
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বাগেরহাট
D
নাটোর
ছোট সোনামসজিদকে প্রায়শই ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ হিসেবে আখ্যায়িত করা হয়। এটি চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
প্রধান প্রবেশপথের উপরিভাগে একটি শিলালিপি আছে, যার মাধ্যমে জানা যায় মসজিদটি মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক নির্মিত। শিলালিপিতে সঠিক নির্মাণ তারিখের অক্ষরগুলো মুছে গেছে।
-
শিলালিপিতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ-এর নামের উল্লেখ থাকায় বোঝা যায় এটি তাঁর রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।
-
মসজিদটি বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম অংশে অবস্থিত।
-
মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত আধুনিক দ্বিতল গেষ্ট হাউস রয়েছে।
-
গেষ্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে একটি রাস্তা গেছে, যা মনে হয় প্রাচীনকালের কোতোয়ালী দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলীর সঙ্গে গৌড়-লখনৌতের মূল শহরকে সংযুক্ত করত।
-
ছোট সোনামসজিদ শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এ অবস্থিত।
উৎস:

0
Updated: 2 days ago
‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
Created: 6 days ago
A
নাসির উদ্দিন ইউসুফ
B
তারেক মাসুদ
C
তানভীর মোকাম্মেল
D
মান্নান হীরা
একাত্তরের ক্ষুদিরাম
-
পরিচালক ও নির্মাতা: মান্নান হীরা।
-
প্রকার: মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র।
-
চিত্রনাট্য ও পরিচালনা: মান্নান হীরার রচনা ও পরিচালনায় নির্মিত।
অভিনয় শিল্পী
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ।
-
শিশু শিল্পী: স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি প্রমুখ।
নির্মাণকাল
-
২০১২–২০১৩ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়।
উৎস: প্রথম আলো

0
Updated: 6 days ago