১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন রাজনৈতিক জোট বিপুলভাবে জয়লাভ করে?
A
যুক্তফ্রন্ট
B
কংগ্রেস
C
মুসলিম লীগ
D
নেজামে ইসলাম
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট সম্পর্কে তথ্য:
-
যুক্তফ্রন্ট হলো ১৯৫৪ সালে পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী মোর্চা।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে, যেখানে মোট আসন ছিলো ৩০৯টি।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
নির্বাচনী ইশতেহার ২১ দফা ঘোষণা করা হয়, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের মূলমন্ত্র ছিলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
নির্বাচনের পর শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
-
১৯৫৪ সালের ৩ এপ্রিল পূর্ব বাংলার গভর্নর সরকার গঠনের জন্য একে ফজলুল হককে আমন্ত্রণ জানান।
সূত্র:

0
Updated: 14 hours ago
কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে?
Created: 2 weeks ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
শের-ই-বাংলা এ কে ফজলুল হক
বাংলাদেশ বিষয়াবলি
কৃষক প্রজা পার্টি
বাংলাদেশ বিষয়াবলী
যুক্তফ্রন্ট
শ্রমিক বিপ্লব
No subjects available.
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগকে মোকাবিলার জন্য পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল একত্রিত হয়ে 'যুক্তফ্রন্ট' নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান নেতা:
-
মওলানা ভাসানী
-
শেরে বাংলা এ কে ফজলুল হক
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
-
১৯৫৪ সালের ৮–১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি দলের সমন্বয়ে গঠিত ছিলঃ
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শেরে বাংলা এ কে ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. গনতন্ত্রী দল (বামপন্থী): হাজী মোহাম্মদ দানেশ
তথ্যসূত্র:
ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 2 weeks ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
বীরত্বসূচক খেতাব
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৫১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট (United Front), ১৯৫৪
-
গঠনের সিদ্ধান্ত:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
-
কর্মসূচি:
-
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং সেটিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে।
-
-
গঠিত দলসমূহ (৪টি দল):
-
আওয়ামী লীগ
-
কৃষক শ্রমিক পার্টি
-
নেজামে ইসলাম
-
গণতন্ত্রী দল
-
-
১৯৫৪ সালের সাধারণ নির্বাচন:
-
অনুষ্ঠিত হয়: ৮ মার্চ ১৯৫৪
-
বৈশিষ্ট্য: পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সাধারণ নির্বাচন।
-
প্রধান ইস্যু: স্বায়ত্তশাসনের দাবি
-
ফলাফল প্রকাশ: ২ এপ্রিল ১৯৫৪
-
-
নির্বাচনের ফলাফল:
-
মোট আসন: ৩০৯
-
যুক্তফ্রন্ট: ২২৩টি আসন (বিশাল ব্যবধানে জয়লাভ)
-
মুসলিম লীগ (ক্ষমতাসীন দল): ৯টি আসন
-
পাকিস্তান জাতীয় কংগ্রেস: ২৪টি আসন
-
তফসিল ফেডারেশন: ২৭টি আসন
-
খেলাফতে রব্বানী: ২টি আসন
-
কমিউনিস্ট পার্টি: ৪টি আসন
-
খ্রিস্টান সম্প্রদায়: ১টি আসন
-
বৌদ্ধ সম্প্রদায়: ১টি আসন
-
-
গুরুত্ব:
-
মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।
-

0
Updated: 2 weeks ago