কবি জয়দেব ছিলেন লক্ষ্মণসেনের রাজসভার পঞ্চরত্নের একজন এবং তার রচিত ‘গীতগোবিন্দ’ কাব্য সংস্কৃত সাহিত্যের এক অমর সৃষ্টি।
জয়দেব:
-
তিনি সংস্কৃত ভাষার কবি ছিলেন।
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রাম।
-
কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যার অধিবাসী হিসেবে মনে করেন।
-
জয়দেব ছিলেন লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম।
-
বাঙালি কবিদের মধ্যে তাঁকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
-
‘গীতগোবিন্দম্’ কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এবং আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন হিসেবে পরিচিত।
-
কাব্যটি ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীত সমন্বয়ে ১২ সর্গে রচিত।
পঞ্চরত্নের অপর চারজন কবি হলেন:
১. গোবর্ধন আচার্য
২. শরণ
৩. নধোয়ী
৪. উমাপতিধর
সূত্র: