A
সূর্য + ঊদয়
B
সূর্য + উদয
C
সূর্য + ঊদয
D
সূর্য + উদয়
উত্তরের বিবরণ
’সূযোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সূর্য+উদয় =(সূর্যোদয়)। - এটি একটি স্বরসন্ধির উদাহরণ। উল্লেখ্য, - স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- - অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, - পরি + ঈক্ষা = পরীক্ষা; - মরু + উদ্যান = মরূদ্যান; - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা; - সূর্য + উদয় = সূর্যোদয়; - মহা + ঋষি = মহর্ষি; - শীত + ঋত = শীতার্ত; - জন + এক = জনৈক; - বন + ওষধি = বনৌষধি;

0
Updated: 20 hours ago
'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
Created: 1 week ago
A
জয়ের ইচ্ছা
B
হত্যার ইচ্ছা
C
বেঁচে থাকার ইচ্ছা
D
শোনার ইচ্ছা
এক কথায় ইচ্ছার প্রকাশ
-
বেঁচে থাকার ইচ্ছা → জিজীবিষা
-
জয়ের ইচ্ছা → জিগীষা
-
হনন (হত্যা) করার ইচ্ছা → জিঘাংসা
-
শ্রবণ (শোনা) করার ইচ্ছা → শ্রবণেচ্ছা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমী অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ)।

0
Updated: 1 week ago
'গান দিয়ে মনটাকে আনন্দে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো-
Created: 3 days ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
ধাতু
D
অনুসর্গ

0
Updated: 3 days ago
‘লঙ্কাবাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
Created: 1 week ago
A
লঙ্কা ও বাটা
B
যা লঙ্কা তাই, বাটা
C
লঙ্কার বাটা
D
বাটা যে লঙ্কা
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।

0
Updated: 1 week ago