A
দুইটি
B
পাঁচটি
C
তিনটি
D
চারটি
উত্তরের বিবরণ
ব্যঞ্জনসন্ধি
সংজ্ঞা:
-
স্বর-ব্যঞ্জন, ব্যঞ্জন-স্বর, বা ব্যঞ্জন-ব্যঞ্জনের সংযোগকে ব্যঞ্জনসন্ধি বলা হয়।
ব্যঞ্জনসন্ধির প্রধান তিনটি নিয়ম:
১. স্বর + ব্যঞ্জন
২. ব্যঞ্জন + স্বর
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন
১. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
-
যদি স্বরের পরে ‘ছ’ থাকে, তবে তা দ্বিত্ব হয়ে যায়, অর্থাৎ ‘ছ’ বদলে ‘চ্ছ’ হয়।
উদাহরণ: -
পরি + ছদ = পরিচ্ছদ
-
বি + ছেদ = বিচ্ছেদ
-
বি + ছিন্ন = বিচ্ছিন্ন
২. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি:
-
ক/চ/ট/ত/প + স্বর → গ/জ/ড(ড়)/দ/ব
উদাহরণ: -
দিক্ + অন্ত = দিগন্ত
-
সৎ + উপায় = সদুপায়
নোট: স্বরপ্রভাবিত ব্যঞ্জনের ফলে পূর্ববর্তী অঘোষিত ধ্বনি ঘোষিত ধ্বনিতে পরিণত হয়।
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
-
দুটি ব্যঞ্জনের সংযোগও ব্যঞ্জনসন্ধি হয়।
উদাহরণ: -
চলৎ + চিত্র = চলচ্চিত্র
-
বিপদ্ + জনক = বিপজ্জনক
-
বাক্ + দান = বাগ্দান
-
তৎ + মধ্যে = তন্মধ্যে
উল্লেখযোগ্য:
-
ব্যঞ্জনসন্ধি শব্দের উচ্চারণ ও বানানের সঠিকতা নিশ্চিত করে।
-
এটি বাংলা ব্যাকরণের মৌলিক অংশ।

0
Updated: 20 hours ago
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন
B
সেমিকোলন
C
কমা
D
হাইফেন
• কমা (,) এর ব্যবহার:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন:
- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
- নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
- রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছুনা করাই তো পাপ।"

0
Updated: 1 month ago
নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 1 week ago
A
মাস্টার
B
পোশাক
C
জিনিস
D
পোস্ট মাস্টার
‘ষত্ব’ বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ। ষত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। নিয়ম ও উদাহরণ: ১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি। ৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক। ৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ। ৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ। ৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ। ৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

0
Updated: 1 week ago
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
Created: 3 weeks ago
A
প্রলয়
B
খণ্ডিত
C
নিঃশ্বাস
D
অনুপম
• বিশেষ নিয়মে ‘ক্ত’ কৃৎ-প্রত্যয় যোগে গঠিত শব্দ:
ক্ত- প্রত্যয় যুক্ত হলে নিন্মলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’-কার হয়।
যেমন:
• √পঠ + ক্ত; √পঠ +ই + ত্ = পঠিত।
এরূপ-
• √ক্ষুধ্ + ত = ক্ষুধিত।
• √খণ্ড্ + ত্ = খণ্ডিত।
• √ব্যাথ্ + ত্ = ব্যথিত।
• √শিক্ষ্ + ত = শিক্ষিত।
অন্যদিকে,
• ‘প্রলয়’ শব্দটি তৎসম উপসর্গ ‘প্র’ যোগে গঠিত।
• বিসর্গ সন্ধি যোগে গঠিত শব্দ- নিঃ + শ্বাস = নিঃশ্বাস।
• তৎসম উপসর্গ ‘অনু’ যোগে গঠিত শব্দ অনুপম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 weeks ago