Anything 'Pernicious' tends to injure or destroy. Something which has no such harmful effect is -
A
innocuous
B
innocent
C
immaculate
D
salutary
উত্তরের বিবরণ
Pernicious (adjective) — অপকারী, অনিষ্টকর।
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ হলো —
ক) innocuous (adjective)
-
অনপকারী; নির্বিষ।
খ) innocent (adjective)
-
নিরপরাধ; নির্দোষ।
গ) immaculate (adjective)
-
অকলঙ্ক; নিষ্কলঙ্ক; অনিন্দ্য; অনবদ্য; নির্মল; নিষ্কলুষ।
ঘ) salutary (adjective)
-
(শরীর ও মনের জন্য) কল্যাণকর; কল্যাণবহ; হিতকর।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিবেচনায় দেখা যাচ্ছে, উল্লেখিত অপশনগুলোর মধ্যে innocuous শব্দটি Pernicious এর বিপরীত অর্থ বহন করে। অর্থাৎ,
যেকোনো কিছু যা Pernicious, তা ক্ষতি বা ধ্বংস সাধনের প্রবণতা রাখে। আর যে বস্তু বা বিষয়ের কোনো ক্ষতিকর প্রভাব নেই, সেটাই হলো — innocuous।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।

0
Updated: 2 months ago