A
উচ্চ
B
নিম্ন-মধ্য
C
উচ্চ-মধ্য
D
নিম্ন
উত্তরের বিবরণ
• স্বরধ্বনির বিভাগ (উচ্চারণের ভিত্তিতে):
১. জিভের উচ্চতা অনুযায়ী:
-
উচ্চ: ই, উ
-
উচ্চ-মধ্য: এ, ও
-
নিম্ন-মধ্য: অ্যা, অ
-
নিম্ন: আ
২. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
-
সম্মুখ: ই, এ, অ্যা
-
মধ্য: আ
-
পশ্চাৎ: উ, ও, অ

0
Updated: 1 week ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 week ago
A
আ্
B
ই্
C
এ্
D
ও্
অর্ধস্বরধ্বনি (Half Vowels)
-
সংজ্ঞা: যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে অর্ধস্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি: ই্, উ্, এ্, ও্
-
বৈশিষ্ট্য: অর্ধস্বরধ্বনি কখনো টেনে দীর্ঘ করা যায় না।
উদাহরণ:
-
চাই: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [ই্] (অর্ধ)
-
লাউ: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [উ্] (অর্ধ)
নোট: আ্ অর্ধস্বরধ্বনি নয়।

0
Updated: 1 week ago
'যথোচিত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
যথাঃ + উচিত
B
যথঃ + উচিত
C
যথা + উচিত
D
যথো + উচিত
স্বরসন্ধি (Vowel Sandhi) – ও-ধ্বনিতে রূপান্তর
নিয়ম:
-
প্রথম পদের শেষের অ-ধ্বনি / আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি / দীর্ঘ-ঊ ধ্বনি একত্রিত হলে ও-ধ্বনি হয়।
-
বানানে, এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ = ও
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
-
অ + ঊ = ও
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
-
আ + উ = ও
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
-
আ + ঊ = ও
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
-
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টি?
Created: 4 weeks ago
A
দুইটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
• অর্ধস্বরধ্বনি:
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: ই্, উ্, এ্, ও্।
স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবে, দীর্ঘ করা যায় না।
যেমন:
• 'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্ ]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই্] হলো অর্ধস্বরধ্বনি।
• একইভাবে 'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ্] হলো অর্ধস্বরধ্বনি।

0
Updated: 4 weeks ago