উচ্চারণস্থান অনুসারে 'ন' কোন ধরনের ধ্বনি?
A
দন্তমূলীয় ধ্বনি
B
কণ্ঠনালীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
জিহ্বামূলীয় ধ্বনি
উত্তরের বিবরণ
• দন্তমূলীয় ধ্বনি:
উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে।
যেমন- ন, র, ল, স।

0
Updated: 1 month ago
'বুনা > বোনা' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 4 weeks ago
A
পরাগত স্বরসঙ্গতি
B
প্রগত স্বরসঙ্গতি
C
মধ্যগত স্বরসঙ্গতি
D
অন্যোন্য স্বরসঙ্গতি
স্বরসঙ্গতি হলো সেই ঘটনা যখন একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটে।
উদাহরণ
-
দেশি > দিশি
-
বিলাতি > বিলিতি
প্রকারভেদ:
-
প্রগত স্বরসঙ্গতি: আদিস্বরের প্রভাবে অন্ত্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: মুলা > মুলো, শিকা > শিকে, তুলা > তুলো -
পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের প্রভাবে আদ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বুনা > বোনা, দেশি > দিশি -
মধ্যগত স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয়ের প্রভাবে মধ্যস্বর পরিবর্তিত হয়।
উদাহরণ: বিলাতি > বিলিতি, ভিখারি > ভিখিরি -
অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য উভয় স্বরই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়।
উদাহরণ: মোজা > মুজো
উৎস:

0
Updated: 4 weeks ago
কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনির সৃষ্টি হয়?
Created: 1 week ago
A
ও এবং ই
B
এ এবং ই
C
অ এবং ই
D
উ এবং ই
দ্বিস্বরধ্বনি হলো সেই ধ্বনি যা পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে গঠিত হয়।
উদাহরণ:
-
লাউ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলেই [আউ্] দ্বিস্বরধ্বনি তৈরি হয়েছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে:
-
ঐ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই]
-
ঔ: এর মধ্যে দুটি ধ্বনি আছে — একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]

0
Updated: 1 week ago
সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়?
Created: 1 month ago
A
অনুস্বার
B
দ্বিত্ব
C
মহাপ্রাণ
D
তালব্য
চ-বর্গীয় ধ্বনির আগে যদি ত- -বর্গীয় ধ্বনি আসে তাহলে, ত-বর্গীয় ধ্বনি লোপ হয় এবং চ-বর্গীয় ধ্বনির দ্বিত্ব হয়। অর্থাৎ ত-বর্গীয় ধ্বনি ও চ-বর্গীয় ধ্বনি পাশাপাশি এলে প্রথমটি লুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিটি দ্বিত্ব হয়। যেমন— নাত + জামাই =নাজ্জামাই (ত্ + জ, জ্জ), বদ্ + জাত =বজ্জাত, হাত + ছানি = হাচ্ছানি ইত্যাদি।

0
Updated: 1 month ago