যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
A
ষ্ + ণ = ষ্ণ
B
ষ্ + ঞ = ষ্ণ
C
ষ্ + ঙ = ষ্ণ
D
ষ্ + ন = ষ্ণ
উত্তরের বিবরণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন:
-
ষ্ + ণ = ষ্ণ
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্ + ছ = ঞ্ছ
-
ঞ্ + চ = ঞ্চ
-
ঞ্ + জ = ঞ্জ
-
জ্ + ঞ = জ্ঞ

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
অপকর্শ
B
মুহুর্ত
C
অন্যূন
D
অন্যমনষ্ক
‘অন্যূন’ হলো শুদ্ধ বানান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘অন্যূন’ এর অর্থ হলো অন্তত; কমপক্ষে।
অন্যদিকে, কিছু বানান যা অপপ্রয়োগের ফলে ভুলভাবে লেখা হয়, সেগুলোর শুদ্ধ রূপ হলো—
-
অপকর্শ → অপকর্ষ
-
মুহুর্ত → মুহূর্ত
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
(উৎস:

0
Updated: 2 weeks ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 month ago
A
তিরস্কার
B
অধঃগতি
C
বিশ্রুতি
D
উদ্গিরণ
অশুদ্ধ বানান: অধঃগতি
শুদ্ধ বানান: অধোগতি
শ্রেণী: বিশেষ্য পদ
শব্দের অর্থ: নিম্নগতি, অধঃপতন
অন্যান্য প্রাসঙ্গিক শব্দ: উদ্গিরণ, বিশ্রুতি, তিরস্কার
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
Created: 1 week ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
আমি অপমান হয়েছি।
C
পূর্বদিকে সূর্য উদয় হয়।
D
তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
যথার্থ শব্দ প্রয়োগের মাধ্যমে বাক্য গঠনই ভাষার শুদ্ধতা রক্ষা করে। একটি বাক্যে সঠিক শব্দের পরিবর্তে ভুল শব্দ ব্যবহৃত হলে অর্থ বিকৃত হয় এবং বাক্যটি ব্যাকরণগতভাবে অশুদ্ধ হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, নিচের বাক্যগুলোয় শুদ্ধ ও অশুদ্ধ প্রয়োগের পার্থক্য স্পষ্ট।
শুদ্ধ প্রয়োগ: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
ভুল প্রয়োগের উদাহরণ ও সংশোধন:
-
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক রাজশাহী থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন। -
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি। -
অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধ: এ কথা প্রমাণিত হয়েছে। -
অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

0
Updated: 1 week ago