A
হ্ + ঋ = হ্র
B
হ্ + র = হ্র
C
হ্ + স = হ্র
D
হ্ + য = হ্র
উত্তরের বিবরণ
• শুদ্ধ যুক্তবর্ণের গঠন:
-
হ্ + র = হ্র
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ণ = হ্ণ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 week ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 4 weeks ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 4 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
দন্দ
B
দ্বন্দ
C
দ্বন্দ্ব
D
দন্ব
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রমিত বানান নয়?
Created: 2 weeks ago
A
তৃণ
B
অগ্নিষাৎ
C
ভাষণ
D
উষ্ণ
প্রমিত বাংলা বানান ও ণ-ত্ব / ষ-ত্ব বিধান
১. প্রমিত বানান
-
অগ্নিষাৎ → প্রমিত নয়।
-
সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে সাধারণত ষ নয়।
উদাহরণ:-
অগ্নিসাৎ
-
ধূলিসাৎ
-
ভূমিসাৎ
-
২. ণ-ত্ব বিধান
-
ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
উদাহরণ:-
ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি
-
৩. মূল নিয়ম
-
তৎসম/সংস্কৃত শব্দে ঋ, র, ষ এর পরে ‘ণ’ লেখা হয়।
-
সমাস বা বিদেশি/দেশি শব্দে এই বিধান প্রয়োগ হয় না।

0
Updated: 2 weeks ago