প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি?
A
খোশমেজাজ
B
বিড়ালচোখী
C
দশগজি
D
ঊনপাঁজুরে
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 2 weeks ago
A
সমানাধিকরণ বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
ব্যধিকরণ বহুব্রীহি
D
মধ্যপদলোপী বহুব্রীহি
এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যথা: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।

0
Updated: 2 weeks ago
ব্যাসবাক্যের প্রয়োজন হয় না কোন সমাসে?
Created: 1 week ago
A
প্রাদি সমাস
B
অলুক সমাস
C
দ্বন্দ্ব সমাস
D
নিত্য সমাস
নিত্য সমাস এমন এক ধরনের সমাস যেখানে সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয় এবং তাদের দ্বারা আলাদা করে পূর্ণার্থ প্রকাশ করা যায় না। অর্থাৎ, এই সমাসে ব্যাসবাক্য (সমাসবিহীন রূপ) তৈরি করতে গেলে ‘অন্য’ বা ‘কেবল’ প্রভৃতি শব্দ যোগ করতে হয়।
সংজ্ঞা:
যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাসবাক্য হয় না, বরং অন্য পদের সহায়তায় পূর্ণার্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে।
উদাহরণ:
-
অন্য গ্রাম = গ্রামান্তর
-
অন্য দেশ = দেশান্তর
-
কেবল দর্শন = দর্শনমাত্র
-
কেবল যাওয়া = যাওয়ামাত্র
-
কেবল বলা = বলামাত্র
উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
-
সমস্যমান পদগুলো সর্বদা একত্রে ব্যবহৃত হয়।
-
ব্যাসবাক্য তৈরি করতে গেলে ‘অন্য’, ‘কেবল’ ইত্যাদি শব্দ প্রয়োজন হয়।
-
এ ধরনের শব্দগুচ্ছ অর্থে সংক্ষিপ্ত হলেও ভাবের দিক থেকে সম্পূর্ণ।

0
Updated: 1 week ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
Created: 3 weeks ago
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 3 weeks ago