A
খোশমেজাজ
B
বিড়ালচোখী
C
দশগজি
D
ঊনপাঁজুরে
উত্তরের বিবরণ

0
Updated: 1 week ago
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Created: 3 minutes ago
A
পরপদ
B
অন্য পদ
C
উভয় পদ
D
উভয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস।

0
Updated: 3 minutes ago
'দুধে-ভাতে' - কোন সমাস?
Created: 1 day ago
A
একশেষ দ্বন্দ্ব
B
বহুপদী দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ
D
মিলনার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্বে সমাসে কোনো সমস্যাজনক পদের বিভক্তি ঘটে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 day ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 weeks ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 2 weeks ago