'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে-
A
অজ্ঞেয়
B
অজেয়
C
অজানা
D
অজ্ঞাত
উত্তরের বিবরণ

0
Updated: 1 month ago
‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’- এক কথায় কী বলে?
Created: 2 weeks ago
A
দুর্গম
B
শ্বাপদসংকুল
C
অরণ্য জনপদ
D
বিপদসংকুল
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল। এক থেকে শুরু করে ক্রমাগত = একাদিক্রমে।

0
Updated: 2 weeks ago
'অবশ্যই যা হবে' এক কথায় কী বলে?
Created: 3 weeks ago
A
অবশীভাব
B
অবশ্যম্ভাবী
C
অবশীভূত
D
অবশ্য
‘অবশ্যই যা হবে’ এক কথায় প্রকাশ করা হয় অবশ্যম্ভাবী।
-
অবশীভাব → বশী-ভূত না হওয়ার ভাব
-
অবশীভূত → বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত
-
অবশ্য → বশ করা যায় না এমন, অবাধ্য
উৎস:

0
Updated: 3 weeks ago
‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
Created: 2 months ago
A
প্লাবক
B
উরগ
C
নির্মোক
D
কৃত্তি
“সাপের খোলস” বাক্য সংকোচন হবে - নির্মোক। কৃত্তি এর বিশেষ্য পদ হলো বাঘছাল, চর্ম, পশুচর্ম, ভুর্জ গাছের ছাল। প্লাবক এর বিশেষ্য পদ - প্লাবনকারী। এবং বিশেষণ পদ - প্লাবনকর।

0
Updated: 2 months ago