A
কোলন
B
কমা
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
উত্তরের বিবরণ
কমা (,) এর ব্যবহার
-
বাক্য বিভাজন:
-
বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে।
-
উদাহরণ: সুখ চাও, সুখ পাবে বই পড়ে।
-
-
একাধিক বিশেষ্য/বিশেষণ:
-
পরস্পর সম্পর্কিত একাধিক পদ একসঙ্গে ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া প্রতিটির পরে কমা বসে।
-
উদাহরণ: ১৬ ডিসেম্বর আমাদের মন সুখ, স্বাচ্ছন্দ্য, ভালবাসা, আনন্দে ভরে থাকে।
-
-
সম্বোধন:
-
সম্বোধনের পরে কমা বসে।
-
উদাহরণ: রশিদ, এদিকে এসো।
-
-
জটিল বাক্য:
-
প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসে।
-
উদাহরণ: যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে।
-
-
উদ্ধৃতি:
-
উদ্ধৃতির আগে খণ্ডবাক্যের শেষে কমা বসে।
-
উদাহরণ: আহমদ ছফা বলেন, 'মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।'
তুমি বললে, 'আমি কালকে আবার আসবো।'
-
-
তারিখ:
-
মাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে।
-
উদাহরণ: ২৫ বৈশাখ, ১৪১৮, বুধবার।
-
-
ঠিকানা:
-
বাড়ির নাম্বার বা রাস্তার নামের পর কমা বসে।
-
উদাহরণ: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
-
-
ডিগ্রী/পদবি:
-
ডিগ্রী বা পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম, এ, পি-এইচ, ডি।
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯-২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 weeks ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Created: 4 weeks ago
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 4 weeks ago
বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 4 days ago
A
১ বলতে যে সময় লাগে
B
১ বলার দ্বিগুণ সময়
C
১ সেকেন্ড
D
২ সেকেন্ড
বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন; দাঁড়ি (।), জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস (-), কোলন (:), কোলন ড্যাস (: -) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।

0
Updated: 4 days ago