A
26
B
18
C
20
D
17
উত্তরের বিবরণ
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বাংলাদেশের ভূমিকে ২০টি ফিজিওগ্রাফিক ইউনিটে ভাগ করা হয়।
-
৩০টি এগ্রো-ইকোলজিক্যাল জোনে ভাগ করা হয়।
-
কৃষি বিজ্ঞানীরা বাংলাদেশের ভূমিকে প্রকৃতি অনুসারে ১৯টি মাটি এককে (Soil type units) ভাগ করেছেন।
-
বন্যায় প্লাবিত হওয়ার ভিত্তিতে বাংলাদেশের ভূমিকে ৮টি ভাগে ভাগ করা হয়েছে।
-
ঋতুর ভিত্তিতে বাংলাদেশের ফসলগুলোকে ২ ভাগে ভাগ করা হয়েছে:
-
খরিফ ফসল
-
রবি ফসল
-
-
খরিফ ফসল: বসন্তের শেষে ও গ্রীষ্মের সময়ে রোপন করা হয় এবং শীতের পূর্বেই ফসল তোলা হয়।
-
রবি ফসল: শীতের সময়ে রোপন করা হয় এবং বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ফসল তোলা হয়।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)

0
Updated: 1 week ago
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান:
-
ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩য়।
-
-
ধান উৎপাদনে শীর্ষ ৫ দেশ (ভাগের শতাংশ অনুযায়ী):
১. ভারত – ২৮%
২. চীন – ২৭%
৩. বাংলাদেশ – ৭%
৪. ইন্দোনেশিয়া – ৬%
৫. ভিয়েতনাম – ৫%
উৎস: USDA Foreign Agricultural Service (.gov) ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
What is Ribon's rating?
Created: 1 week ago
A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 week ago
বাংলাদেশের সর্ব প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) পণ্য কোনটি?
Created: 4 months ago
A
ইলিশ মাছ
B
জামালপুরের নকশী কাঁথা
C
কালোজিরা চাল
D
জামদানি শাড়ি
- ইলিশ মাছ: পরে জিআই স্বীকৃতি পেয়েছে (২০১৭ সালে)।
- জামালপুরের নকশী কাঁথা: জিআই স্বীকৃতিপ্রাপ্ত, তবে জামদানির পরে।
- কালোজিরা চাল: এটি কিছু সময় পরে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

0
Updated: 4 months ago