A
নিউটনের গতি সূত্রীয় তত্ত্ব
B
ডারউইনের বিবর্তন তত্ত্ব
C
বিগব্যাং তত্ত্ব
D
আপেক্ষিক তত্ত্ব
উত্তরের বিবরণ
মহাবিশ্ব
-
সংজ্ঞা:
-
মহাবিশ্ব হলো সবকিছু—ক্ষুদ্র কণার পৰা শুরু করে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, এবং দেখা না দেখা সব বস্তু।
-
-
গ্যালাক্সি:
-
মহাবিশ্বের কিছু অংশে পদার্থ বেশি ঘনীভূত থাকে। এগুলোকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ।
-
গ্যালাক্সি হলো গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দল।
-
পৃথিবী যে গ্যালাক্সিতে আছে তার নাম ছায়াপথ (মিল্কিওয়ে)।
-
মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে, প্রতিটিতে কোটি কোটি নক্ষত্র।
-
গ্যালাক্সিগুলো মহাকাশে ঘুরে, কিন্তু নক্ষত্রগুলো পরস্পরের থেকে অনেক দূরে।
-
-
আলো ও দূরত্ব:
-
আলো ১ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার অতিক্রম করে।
-
সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আলো পৌঁছাতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড।
-
নিকটতম নক্ষত্র আলফা সেন্টোরিতে আলো পৌঁছাতে সময় লাগে ৪ বছরের বেশি।
-
দূরবর্তী নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে আলো পৌঁছাতে কয়েক মিলিয়ন বছর লাগে।
-
মহাবিশ্বের উৎপত্তি
-
বিগব্যাং তত্ত্ব:
-
বিগব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে, মহাবিশ্ব শুরু হয়েছিল অত্যন্ত উত্তপ্ত ও অসীম ঘনত্বের একক বিন্দু থেকে।
-
মহাবিশ্ব তখন থেকে দ্রুত প্রসারিত হচ্ছে, প্রসারণের ফলে ঠাণ্ডা হয়ে বর্তমানে পৌঁছেছে।
-
বিগব্যাং সংঘটিত হয়েছিল প্রায় ১৩.৭৫ বিলিয়ন বছর (১৩৭৫ কোটি বছর) আগে।
-
-
বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা:
-
বিগব্যাং তত্ত্ব বহু পরীক্ষিত এবং অধিকাংশ বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্রহণ করেছেন।
-
স্টিফেন হকিংসহ বর্তমানের অনেক পদার্থবিজ্ঞানী তত্ত্বটির পক্ষে মত প্রকাশ করেছেন।
-
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি

0
Updated: 1 week ago
ডায়োড প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
রেকটিফায়ার হিসেবে
B
বিদ্যুৎ উৎপাদনে
C
তাপ শক্তি উৎপাদনে
D
শব্দ তরঙ্গ রূপান্তরে
সাধারণ বিজ্ঞান
অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)
জীব ও বৈচিত্র সংরক্ষণ কনভেনশন
No subjects available.
ডায়োড (Diode)
-
ডায়োড শব্দটি এসেছে ‘ডাই’ এবং ‘ইলেক্ট্রোড’ থেকে।
-
এটি একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা দুইটি ইলেক্ট্রোড নিয়ে গঠিত।
-
ডায়োড এমন একটি ডিভাইস যেখানে বিদ্যুৎ একদিকে প্রবাহিত হয়, উল্টো দিকে নয়।
-
একটি p-টাইপ অর্ধপরিবাহী এবং একটি n-টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগিয়ে p-n জাংশন তৈরি করা হয়, যা ডায়োডের মূল অংশ।
-
ডায়োড সাধারণত রেকটিফায়ার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ এটি AC (Alternating Current) কে DC (Direct Current) তে রূপান্তর করে।
-
ডায়োডের দুটি টার্মিনাল থাকে:
-
অ্যানোড (Anode): পজেটিভ বা ফরোয়ার্ড বেস টার্মিনাল
-
ক্যাথোড (Cathode): নেগেটিভ বা রিভার্স বেস টার্মিনাল
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি; পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
আপেক্ষিক তত্ত্ব কে প্রকাশ করেন?
Created: 1 week ago
A
হাইজেনবার্গ
B
আলবার্ট আইনস্টাইন
C
আইজ্যাক নিউটন
D
মার্কস প্ল্যাঙ্ক
আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity)
-
প্রবর্তক: আলবার্ট আইনস্টাইন, ১৯০৫ সালে।
-
মূল ধারণা: স্থান, ভর ও সময় ধ্রুব রাশি নয়; এগুলো আপেক্ষিক, অর্থাৎ বস্তুর বেগের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
-
শুধুমাত্র শূন্য মাধ্যমে আলোর বেগ হলো সর্বোচ্চ ও ধ্রুব।
-
উচ্চ গতির বস্তুতে এই তত্ত্ব পরীক্ষায় প্রমাণিত।
-
১৯১৬ সালে আইনস্টাইন সার্বিক (General) আপেক্ষিকতা প্রকাশ করেন, যা মহাকর্ষ, নাক্ষত্রিক গতিপ্রকৃতি, সম্প্রসারণশীল মহাবিশ্ব ইত্যাদির ব্যাখ্যা দেয়।
-
আপেক্ষিক তত্ত্বকে তিনি দুই ভাগে ভাগ করেছেন:
-
বিশেষ আপেক্ষিক তত্ত্ব (Special Relativity)
-
সার্বিক আপেক্ষিক তত্ত্ব (General Relativity)
-
বিশেষ আপেক্ষিক তত্ত্বের মূল স্বীকার্য
১৯০৫ সালে আইনস্টাইন দুটি মৌলিক স্বীকার্য প্রদান করেন:
-
প্রথম স্বীকার্য: স্থির বা গতিশীল সকল জড় কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে।
-
দ্বিতীয় স্বীকার্য: শূন্য মাধ্যমে আলোর বেগ সকল পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়?
Created: 1 week ago
A
চৌম্বক শক্তি
B
আলোক শক্তি
C
পারমাণবিক শক্তি
D
যান্ত্রিক শক্তি
নিউক্লিয় শক্তির রূপান্তর (Conversion of Nuclear Energy)
-
নিউক্লিয় সাবমেরিন:
-
সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।
-
-
নিউক্লিয় বোমা:
-
বোমার ধ্বংস ক্ষমতা মূলত নিউক্লিয় শক্তির রূপান্তরের ফল।
-
-
নিউক্লিয় চুল্লী (Nuclear Reactor):
-
চুল্লীতে নিউক্লিয় শক্তি অন্যান্য শক্তিতে, বিশেষত তড়িৎ শক্তিতে, রূপান্তরিত হয়।
-
এর ফলে বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ করা যায়।
-
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago