A
এমিটার
B
বেস
C
কালেক্টর
D
কন্ডাক্টর
উত্তরের বিবরণ
ট্রানজিস্টর (Transistor)
-
সংজ্ঞা:
-
ট্রানজিস্টর হলো p এবং n ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি একটি ডিভাইস, যা বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম।
-
-
ধরণ:
-
প্রধানত দুটি ধরনের: n-p-n এবং p-n-p।
-
-
n-p-n ট্রানজিস্টরের অংশ:
-
কলেক্টর (Collector): যে দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে।
-
এমিটার (Emitter): যে দিক দিয়ে কারেন্ট বের হয়।
-
বেস (Base): ট্রানজিস্টরের মাঝখানে থাকা অংশ।
-
ছোট একটি কারেন্ট দিলে অনেক বিদ্যুত প্রবাহিত হয়, যেমন পানির ট্যাপ খোলার মতো।
-
বেসের কারেন্ট বন্ধ করলে প্রবাহ বন্ধ হয়ে যায়।
-
-
-
ব্যবহার:
-
ছোট সিগন্যালকে বড় করার জন্য (অ্যাম্প্লিফায়ার)।
-
বিভিন্ন ধরনের সিগন্যাল প্রক্রিয়াকরণের জন্য ইলেকট্রনিক যন্ত্রে।
-
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago