A
ভ্ + ঊ = ভ্র
B
ত্ + ত = ক্ত
C
ঙ্ + গ = ঙ্গ
D
ক্ + ত = ত্ত
উত্তরের বিবরণ
• সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ:
-
ঙ্ + গ = ঙ্গ
গুরুত্বপূর্ণ কিছু সংযুক্ত বর্ণ:
-
ত্ + ত = ত্ত
-
ক্ + ত = ক্ত
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম

0
Updated: 1 week ago
'হ্ম' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 14 hours ago
A
হ্+ম
B
ক্+ষ
C
ষ্+ম
D
ম্+হ
যুক্তবর্ণ হলো একাধিক বর্ণ মিলিত হয়ে গঠিত বিশেষ ধরনের বর্ণ। কিছু যুক্তবর্ণের গঠন সহজে বোঝা যায়, আবার কিছু বোঝা কঠিন হয়। এই দিক দিয়ে যুক্তবর্ণকে দুই ধরনের ভাগ করা যায়: স্বচ্ছ এবং অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণ
যেসব যুক্তবর্ণের গঠিত বর্ণগুলো সহজেই চিনে নেওয়া যায়, সেগুলোকে বলা হয় স্বচ্ছ যুক্তবর্ণ।
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ন্স, প্ট, প্ত, প্প, ল্প, ল্ট, ল্ড, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।
অস্বচ্ছ যুক্তবর্ণ
যেসব যুক্তবর্ণের গঠিত বর্ণগুলো সহজে বোঝা যায় না, সেগুলোকে বলা হয় অস্বচ্ছ যুক্তবর্ণ।
উদাহরণ ও গঠন:
-
ক্ত = ক্ + ত
-
ক্ম = ক্ + ম
-
ক্ষ = ক্ + ষ
-
ক্ষ্ম = ক্ + ষ্ + ম
-
ক্স = ক্ + স
-
গু = গ্ + উ
-
গ্ধ = গ্ + ধ
-
ঙগ = ঙ্ + গ
-
জ্ঞ = জ্ + ঞ
-
ঞচ = ঞ্ + চ
-
ঞজ = ঞ্ + জ
-
ষ্ণ = ষ্ + ণ
-
হু = হ্ + উ
-
হৃ = হ্ + ঋ
-
হ্ন = হ্ + ন
-
হ্ম = হ্ + ম
উদাহরণ হিসেবে, হ্ + ম = হ্ম। এটি একটি অস্বচ্ছ যুক্তবর্ণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।

0
Updated: 14 hours ago
১) 'ক্স' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 weeks ago
A
ক্ + র
B
ক্ + স
C
ক্ + ম
D
ক্ + য
যুক্তবর্ণ
সংজ্ঞা:
-
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
-
স্বচ্ছ যুক্তবর্ণ: সহজে চেনা যায় এমন যুক্তবর্ণ।
-
অস্বচ্ছ যুক্তবর্ণ: সহজে চেনা যায় না এমন যুক্তবর্ণ।
গুরুত্বপূর্ণ উদাহরণ:
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)

0
Updated: 2 weeks ago
'ম্ফ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 weeks ago
A
ন্ + ফ
B
ম্ + ফ
C
ঙ্ + ফ
D
কোনোটিই নয়
• 'ম্ফ' যুক্তবর্ণটি (ম্ + ফ) যোগে গঠিত।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ষ্ + প = ষ্প;
- ক্ + ষ = ক্ষ;
- ষ্ + ঠ = ষ্ঠ;
- স্+ থ = স্থ;
- প্ + স = প্স;
- স্ + প = স্প;
- ম্ + ফ = ম্ফ;
- ঞ্ + ছ = ঞ্ছ।

0
Updated: 2 weeks ago