'Tom Jones' by Henry Fielding was first published in-
A
the 1st half of 19th century
B
the 2nd half of 18th century
C
the 1st half of 18th century
D
the 2nd half of 19th century
উত্তরের বিবরণ
Tom Jones by Henry Fielding
-
‘Tom Jones’, in full The History of Tom Jones, a Foundling, একটি বিখ্যাত comic novel যা Henry Fielding রচিত।
-
এই উপন্যাসটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, যা ১৮শ শতাব্দীর প্রথমার্ধে পড়ে।
-
এটি একটি রোমান্স প্লটের উপর ভিত্তি করে লেখা।
-
Tom Jones কে Picaresque Novel ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
চরিত্রসমূহ
এই উপন্যাসে বিভিন্ন ধরনের জীবন্ত চরিত্র দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
ইত্যাদি।
Henry Fielding সম্পর্কে
-
Henry Fielding এবং Samuel Richardson-কে একসাথে "Father of the Modern English Novel" হিসেবে গণ্য করা হয়।
-
তিনি মূলত Picaresque Novel এর জন্য বিখ্যাত।
-
তার ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাসসমূহ
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
📚 Sources:
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
-
Britannica
-
SparkNotes

0
Updated: 3 months ago
'Ulysses' is a novel written by -
Created: 1 week ago
A
Joseph Conrad
B
Thomas Hardy
C
Charles Dickens
D
James Joyce
'Ulysses'
- The novel 'Ulysses' is written by Irish writer James Joyce.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Stylistically dense and exhilarating, এটি সাধারণত English Literature এ একটি masterpiece হিসাবে বিবেচিত হয় এবং it has been the subject of numerous volumes of commentary and analysis.
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.
- একটি single day এর মধ্যে Dubline এর আশেপাশে ঘটা কাহিনী নিয়ে এই উপন্যাসটি লেখা।
- The three central characters - Stephen Dedalus Leopold Bloom, a Jewish advertising canvasser; and his wife, Molly-are intended to be modern counterparts of Telemachus, Ulysses (Odysseus), and Penelope, respectively, and the events of the novel loosely parallel the major events in Odysseus's journey home after the Trojan War.
• উল্লেখ্য যে,
- Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।
• James Joyce
- বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত novelist দের মধ্যে James Joyce অন্যতম।
- He was an Irish novelist noted for his experimental use of language and exploration of new literary methods.
- James Joyce's Ulysses (1922), a complex evocation of the inner states of the characters Leopold and Molly Bloom and Stephen Dedalus.
- Ulysses হলো James Joyce রচিত বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- James Joyce তার 'Stream of Consciousness' (চেতনার অন্তঃশীল প্রবাহ) টেকনিকের জন্যে বিখ্যাত।
• Joyce's notable Works:
- A Portrait of the Artist as a Young Man,
- After the Race,
- Chamber Music,
- Finnegans Wake,
- Pomes Penyeach,
- Stephen Hero,
- The Day of the Rabblement,
- The Dead,
- The Sisters,
- Ulysses, etc.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 1 week ago
The famous novel 'Moby Dick' is about -
Created: 2 days ago
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:

0
Updated: 2 days ago
Who is the main human character in The Jungle Book?
Created: 2 days ago
A
Tarzan
B
Mowgli
C
Shere Khan
D
Rikki-Tikki-Tavi
The Jungle Book রচনা করেছেন Rudyard Kipling, এবং এর প্রধান মানব চরিত্র হলো Mowgli, যিনি বন্য জঙ্গলে বন্যপ্রাণীদের সঙ্গে বড় হন।
-
লেখক: Rudyard Kipling, একজন Indian-born British Journalist।
-
প্রকাশিত: ১৮৯৪ সালে
-
ধরন: গল্প সংকলন (a collection of stories)
-
গল্পগুলো মূলত Mowgli-এর জীবন ও বন্যপ্রাণীদের সঙ্গে তার সম্পর্কের ওপর ভিত্তি করে।
-
বইটি বর্ণনা করে ওলফ প্যাকের সামাজিক জীবন, এবং কল্পনাপ্রসূতভাবে জঙ্গলের ন্যায়বিচার ও প্রাকৃতিক ক্রম।
-
কেন্দ্রীয় চরিত্র: Mowgli
Rudyard Kipling-এর প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden
উৎস:

0
Updated: 2 days ago