শব্দ ও বর্গের অর্থ নিয়ে আলোচনা করা হয়-
A
ধ্বনিতত্ত্বে
B
শব্দতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
অর্থতত্ত্বে
উত্তরের বিবরণ
• অর্থতত্ত্ব:
-
ব্যাকরণের অংশ যা শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, একে বাগার্থ বলা হয়।
-
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি এর আলোচ্য বিষয়।

0
Updated: 1 month ago
'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ কী?
Created: 3 weeks ago
A
যার যেমন ভাগ্য
B
আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
C
কষ্টের ওপর অধিক কষ্ট
D
সর্বত্র বিপদ
'কাটা ঘায়ে নুনের ছিটা' প্রবাদের অর্থ হলো কষ্টের ওপর আরও কষ্ট পাওয়া। এ ধরনের আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলো ভিন্ন পরিস্থিতি বা অর্থ প্রকাশ করে।
-
কারো পৌষ মাস কারো সর্বনাশ: যার যেমন ভাগ্য
-
ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখনি: আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত
-
জলে কুমির ডাঙায় বাঘ: সর্বত্র বিপদ
উৎস:

0
Updated: 3 weeks ago
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
Created: 3 weeks ago
A
ক্রিয়া বিশেষণ
B
শব্দজোড়
C
কারক বিশ্লেষণ
D
যতিচিহ্ন
বাংলা ব্যাকরণে অর্থতত্ত্ব হলো এমন একটি অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এতে শব্দার্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দজোড়, বাগধারা এবং অর্থগত ব্যঞ্জনা অন্তর্ভুক্ত থাকে। অন্যদিকে, বাক্যতত্ত্ব ও রূপতত্ত্বে ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হয়।
-
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: যতিচিহ্ন, কারক বিশ্লেষণ
-
রূপতত্ত্বের আলোচ্য বিষয়: ক্রিয়া বিশেষণ
উৎস:

0
Updated: 3 weeks ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 1 month ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago