A
থকথকে
B
আড়াআড়ি
C
ঝটাঝট
D
হিস হিস
উত্তরের বিবরণ
অনুকার দ্বিত্ব (Alliterative Reduplication)
সংজ্ঞা:
-
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
-
এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি সাধারণত অর্থহীন, এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
-
দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে পারে।
-
শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করে।
উদাহরণসমূহ:
-
অঙ্ক-টঙ্ক, অল্পসল্প, কেক-টেক, কচর-মচর, চাকর-বাকর, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, আগড়ম-বাগড়ম, এলোমেলো, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে
অনুকার দ্বিত্বে স্বরের পরিবর্তন:
-
আড়াআড়ি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, ধারধোর
ভিন্ন ধরণের দ্বিত্ব (ধ্বন্যাত্মক দ্বিত্ব) উদাহরণ:
-
থকথকে, ঝটাঝট, হিস হিস
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
'টসটস' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 1 week ago
A
ধ্বন্যাত্মক দ্বিত্ব
B
পুনরাবৃত্ত দ্বিত্ব
C
অনুকার দ্বিত্ব
D
পদাত্মক দ্বিত্ব
ধ্বন্যাত্মক শব্দ (Onomatopoeic Words)
সংজ্ঞা:
-
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
-
ধ্বন্যাত্মক দ্বিত্ব: ধ্বন্যাত্মক শব্দের পোনেরাবৃত্তি।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
স্বল্প স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago
১২) 'জ্বলজ্বল' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 2 weeks ago
A
অনুকার দ্বিত্ব
B
পুনরাবৃত্ত দ্বিত্ব
C
ধ্বন্যাত্মক দ্বিত্ব
D
পদাত্মক দ্বিত্ব
ধ্বন্যাত্মক শব্দ
প্রাকৃতিক কোনো ধ্বনির অনুকরণে যে শব্দ তৈরি হয়, তাকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে বলা হয় ধ্বন্যাত্মক দ্বিত্ব।
উদাহরণ:
কুট কুট, খক খক, সাঁই সাঁই, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস, থকথক, শোঁ শোঁ, চকচক, ভটভট, ধুপধুপ, টুপটাপ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago
‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।'-এ বাক্যে ‘’ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
অসহায়ত্ব
B
বিরক্তি
C
কালের বিস্তার
D
পৌনঃপুনিকতা

0
Updated: 1 month ago