A
[ঙ]-এর মতো
B
[এঁ]-এর মতো
C
[ওঁ]-এর মতো
D
[অঁ]-এর মতো
উত্তরের বিবরণ
• 'ঞ' বর্ণের উচ্চারণ:
ঞ বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
যেমন:
- মিঞা [মিয়াঁ],
- চঞ্চল [চন্চল্],
- গঞ্জ [গন্জা]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 1 week ago
[ঋ] বর্ণের উচ্চারণ-
Created: 4 weeks ago
A
[রি]-এর মতো
B
[রা]-এর মতো
C
[রে]-এর মতো
D
[রৃ]-এর মতো
• [ঋ] বর্ণের উচ্চারণ:
ঋ বর্ণের উচ্চারণ [রি]-এর মতো।
যেমন:
- ঋতু [রিতু],
- ঋণ [রিন্],
- কৃষক [ক্রিশক্],
- দৃশ্য [দ্রিশৃশো]।

0
Updated: 4 weeks ago
উচ্চারণস্থান অনুসারে 'ল' হচ্ছে-
Created: 4 weeks ago
A
জিহ্বামূলীয় ধ্বনি
B
ওষ্ঠ্য ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
দন্তমূলীয় ধ্বনি
দন্তমূলীয় ধ্বনি:
উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে।
যেমন- ন, র, ল, স।

0
Updated: 4 weeks ago
‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো –
Created: 1 month ago
A
উম্য
B
উমো
C
ইয়ো
D
উয়ো
ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ 'উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে।

0
Updated: 1 month ago