কোনটি রূপবাচক বিশেষণ?
A
ঠাণ্ডা হাওয়া।
B
কালো মেঘ।
C
পাথুরে মূর্তি।
D
রোগা ছেলে।
উত্তরের বিবরণ
বিশেষণের প্রকারভেদ:
• রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
• গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
• অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
• সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
• ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
• পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
• অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
• উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
• প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
• নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 2 weeks ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

0
Updated: 2 weeks ago
'ভালো' শব্দটি বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে?
Created: 3 weeks ago
A
আপন ভালো সবাই চায়।
B
তিনি সবসময় অন্যের ভালোর জন্য কাজ করেন।
C
ভালো বাড়ি পাওয়া কঠিন।
D
ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বোঝা দরকার।
বাংলা ভাষায় কিছু শব্দ একই সময়ে বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহার করা যেতে পারে। উদাহরণ হিসেবে "ভালো", "মন্দ", "পুণ্য", "নিশীথ", "শীত" ইত্যাদি শব্দ দেখা যায়।
উদাহরণ:
ভালো:
-
বিশেষণ রূপে: ভালো বাড়ি পাওয়া কঠিন। (বাড়ির গুণ বা মান নির্দেশ করছে)
-
বিশেষ্য রূপে: আপন ভালো সবাই চায়। (ভালো এখানে একটি বস্তু বা ধারণা হিসেবে ব্যবহৃত)
মন্দ:
-
বিশেষণ রূপে: মন্দ কথা বলতে নেই।
-
বিশেষ্য রূপে: এখানে কী মন্দটা তুমি দেখলে?
পুণ্য:
-
বিশেষণ রূপে: তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।
-
বিশেষ্য রূপে: পুণ্যে মতি হোক।
নিশীথ:
-
বিশেষণ রূপে: নিশীথ রাতে বাজছে বাঁশি।
-
বিশেষ্য রূপে: গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।
শীত:
-
বিশেষণ রূপে: শীতকালে কুয়াশা পড়ে।
-
বিশেষ্য রূপে: শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার।

0
Updated: 3 weeks ago
বিশেষণ কার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা ইত্যাদি নির্দেশ করে?
Created: 1 month ago
A
বিশেষণ ও আবেগ
B
বিশেষ্য ও বিশেষণ
C
বিশেষ্য ও অনুসর্গ
D
বিশেষ্য ও সর্বনাম
বিশেষণ হলো এমন শব্দ যা সাধারণত বিশেষ্য বা সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়।
-
উদাহরণ: সুন্দর ফুল, বাজে কথা, পঞ্চাশ টাকা
বিশেষণের শ্রেণিবিভাগ:
-
বর্ণবাচক: রঙ নির্দেশ করে। উদাহরণ: কালো, নীল, সবুজ, লাল
-
গুণবাচক: গুণ বা বৈশিষ্ট্য বোঝায়। উদাহরণ: চালাক, ঠান্ডা
-
অবস্থাবাচক: অবস্থা নির্দেশ করে। উদাহরণ: তাজা, রোগা, চলন্ত, তরল, কঠিন
-
ক্রমবাচক: ক্রমসংখ্যা নির্দেশ করে। উদাহরণ: এক, আট
-
পূর্ণবাচক: পূর্ণসংখ্যা নির্দেশ করে। উদাহরণ: তৃতীয়, ৩৪তম
-
পরিমাণবাচক: পরিমাণ বা আয়তন নির্দেশ করে। উদাহরণ: আধা, অনেক
-
উপাদানবাচক: উপাদান নির্দেশ করে। উদাহরণ: বেলে, পাথুরে
-
প্রশ্নবাচক: প্রশ্নসংক্রান্ত অর্থ প্রকাশ করে। উদাহরণ: কেমন, কতক্ষণ
-
নির্দিষ্টবাচক: বিশেষ্যকে নির্দিষ্ট করে। উদাহরণ: এই, সেই
-
ভাববাচক: বাক্যের অন্য বিশেষণকে বিশেষিত করে। উদাহরণ: খুব, বেশ
-
বিধেয় বিশেষণ: বাক্যের বিধেয় অংশে বসে এমন বিশেষণ। উদাহরণ: পাগল, ঘোলা

0
Updated: 1 month ago