'বসে আছে যে' এক কথায় কী বলে?
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
উত্তরের বিবরণ
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'বাস্তু থেকে উৎখাত হয়েছে যে' এর এক কথায় প্রকাশ কী?
Created: 3 weeks ago
A
উদ্বান্ত
B
উদ্বায়ী
C
উদ্বাস্তু
D
উদ্ভ্রান্ত
বাস্তু থেকে উৎখাত হওয়া বা নির্মূল হওয়াকে এক কথায় বলা হয় উদ্বাস্তু।
অন্যান্য উদ্-যুক্ত শব্দের ব্যবহার:
-
বাতাসে উবে যায় এমন: উদ্বায়ী
-
যা উদ্গিরণ করা হয়েছে: উদ্বান্ত
-
উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন: উদ্ভ্রান্ত

0
Updated: 3 weeks ago
‘নূপুরের ধ্বনি’ এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
শিঞ্জন
B
রুমঝুম
C
ঝংকার
D
নিক্কন
নুপূরের ধ্বনি - নিক্বণ। অলংকারের ঝংকার - শিঞ্জন। বাদ্যযন্ত্রের ধ্বনি - ঝংকার।

0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
Created: 1 week ago
A
স্পন্দিত
B
আধুত
C
কম্পিত
D
কম্পন
“ইষৎ কম্পিত” অর্থাৎ সামান্য কাঁপছে বা সামান্য কম্পনযুক্ত—এর এক কথায় প্রকাশ ‘আধুত’। এই ধরনের প্রকাশে দুটি বা ততোধিক শব্দের ভাব একত্র করে একটি শব্দে সংক্ষেপে অর্থ প্রকাশ করা হয়, যা ভাষাকে করে তোলে সাবলীল ও সংক্ষিপ্ত।
অনুরূপ এক কথায় প্রকাশসমূহ:
-
ইষৎ রক্তবর্ণ — আরক্ত
-
ইষৎ উষ্ণ — কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ — নীলাভ

0
Updated: 1 week ago