A
যথাঃ + উচিত
B
যথঃ + উচিত
C
যথা + উচিত
D
যথো + উচিত
উত্তরের বিবরণ
স্বরসন্ধি (Vowel Sandhi) – ও-ধ্বনিতে রূপান্তর
নিয়ম:
-
প্রথম পদের শেষের অ-ধ্বনি / আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি / দীর্ঘ-ঊ ধ্বনি একত্রিত হলে ও-ধ্বনি হয়।
-
বানানে, এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ = ও
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
-
অ + ঊ = ও
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
-
আ + উ = ও
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
-
আ + ঊ = ও
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
-
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
"স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য" - ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 weeks ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাংলা ব্যাকরণের চারটি প্রধান শাখা
১. ধ্বনিতত্ত্ব (Phonetics & Phonology)
-
আলোচ্য বিষয়: ধ্বনি এবং বর্ণমালা
-
মূল বিষয়সমূহ:
-
বাগ্যন্ত্র ও উচ্চারণ প্রক্রিয়া
-
ধ্বনির বিন্যাস
-
স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য
-
ধ্বনিদল (phoneme clusters)
-
-
লক্ষ্য: লিখিত ভাষায় ধ্বনি কিভাবে প্রকাশ হয় তা বোঝা।
২. রূপতত্ত্ব (Morphology)
-
আলোচ্য বিষয়: শব্দ ও তার উপাদান
-
মূল বিষয়সমূহ:
-
শব্দ ও পদনির্মাণ
-
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি
-
-
লক্ষ্য: ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক একক (রূপমূল) থেকে কিভাবে শব্দ তৈরি হয় তা বোঝা।
৩. বাক্যতত্ত্ব (Syntax)
-
আলোচ্য বিষয়: বাক্যের গঠন ও নির্মাণ
-
মূল বিষয়সমূহ:
-
পদ ও বর্গের বিন্যাস
-
বাক্যের রূপান্তর ও বাচ্য
-
উক্তি, কারক বিশ্লেষণ
-
বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি
-
-
লক্ষ্য: বাক্য কীভাবে গঠিত হয় এবং বাক্যের অংশ কিভাবে কাজ করে তা বোঝা।
৪. অর্থতত্ত্ব (Semantics)
-
আলোচ্য বিষয়: শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
মূল বিষয়সমূহ:
-
বিপরীত শব্দ, প্রতিশব্দ
-
শব্দজোড়, বাগধারা
-
বাগার্থ (বা বাক্যের অর্থ)
-
-
লক্ষ্য: ভাষার অর্থ ও তা কিভাবে প্রয়োগ হয় তা বোঝা।

0
Updated: 2 weeks ago
'ঔ' কোন ধরনের স্বরধ্বনি?
Created: 4 days ago
A
যৌগিক স্বরধ্বনি
B
তালব্য স্বরধ্বনি
C
মিলিত স্বরধ্বনি
D
কোনোটি নয়
স্বরধ্বনির শ্রেণীবিন্যাস
১. মৌলিক স্বরধ্বনি
-
যে স্বরধ্বনিকে আর ছোট অংশে ভাগ করা যায় না, তাকে মৌলিক স্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি:
ই, এ, অ্যা, আ, অ, ও, উ -
লক্ষ্য: বাংলা বর্ণমালায় ‘অ্যা’ লিখিত বর্ণ নেই, তবে এটি ধ্বনিগতভাবে ব্যবহৃত হয়।
২. যৌগিক স্বরধ্বনি (দ্বি-স্বর)
-
দুটি স্বরধ্বনি একসাথে দ্রুত উচ্চারণ করলে তা একক স্বরের মতো শোনা যায়।
-
এমন যৌগিক স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলা হয়।
-
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি, কিন্তু সাধারণত দুইটি পরিচিত:
ঐ এবং ঔ -
উদাহরণ:
-
ঔ → এতে রয়েছে [উ্] (অর্ধস্বর) + [ও] (পূর্ণ স্বর)
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ

0
Updated: 4 days ago
মৌলিক স্বরধ্বনি নয় কোনটি?
Created: 2 weeks ago
A
ঊ
B
এ
C
ই
D
ও
মৌলিক স্বরধ্বনি নয় – ঊ
মৌলিক স্বরধ্বনি
-
যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
এর মধ্যে
-
মৌলিক স্বরধ্বনি: ৭টি — [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
-
মৌলিক ব্যঞ্জনধ্বনি: ৩০টি

0
Updated: 2 weeks ago