'যথোচিত' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
যথাঃ + উচিত
B
যথঃ + উচিত
C
যথা + উচিত
D
যথো + উচিত
উত্তরের বিবরণ
স্বরসন্ধি (Vowel Sandhi) – ও-ধ্বনিতে রূপান্তর
নিয়ম:
-
প্রথম পদের শেষের অ-ধ্বনি / আ-ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম হয়-উ ধ্বনি / দীর্ঘ-ঊ ধ্বনি একত্রিত হলে ও-ধ্বনি হয়।
-
বানানে, এটি ও-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।
উদাহরণসমূহ:
-
অ + উ = ও
-
সর্ব + উচ্চ → সর্বোচ্চ
-
সূর্য + উদয় → সূর্যোদয়
-
দীর্ঘ + উচ্চারণ → দীর্ঘোচ্চারণ
-
প্রশ্ন + উত্তর → প্রশ্নোত্তর
-
-
অ + ঊ = ও
-
নব + ঊঢ়া → নবোঢ়া
-
সর্ব + ঊর্ধ্ব → সর্বোর্ধ্ব
-
-
আ + উ = ও
-
যথা + উচিত → যথোচিত
-
কথা + উপকথন → কথোপকথন
-
যথা + উপযুক্ত → যথোপযুক্ত
-
-
আ + ঊ = ও
-
গঙ্গা + ঊর্মি → গঙ্গোর্মি
-
মহা + ঊর্মি → মহোর্মি
-
মহা + ঊর্ধ্ব → মহোর্ধ্ব
-
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
নিচের কোনটি উচ্চ স্বরধ্বনি?
Created: 2 months ago
A
উ
B
এ
C
ও
D
আ
স্বরধ্বনি
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. উচ্চ স্বরধ্বনি - [ই], [উ]।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - [এ], [ও]।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - [অ্যা], [অ]।
৪. নিম্ন স্বরধ্বনি - [আ]।
- উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ উপরে ওঠে; নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ নিচে নামে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 2 months ago
নিচের কোনটি উচ্চ-মধ্য সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
এ
B
আ্যা
C
উ
D
অ
বাংলা ভাষায় স্বরধ্বনিগুলোকে উচ্চারণের ধরণ অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করা হয়। এগুলো মূলত জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির ওপর নির্ভর করে নির্ধারিত হয়।
-
জিভের উচ্চতা অনুযায়ী
-
উচ্চ = ই, উ
-
উচ্চ-মধ্য = এ, ও
-
নিম্ন-মধ্য = আ্যা, অ
-
নিম্ন = আ
-
-
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী
-
সম্মুখ = ই, এ, আ্যা
-
মধ্য = আ
-
পশ্চাৎ = উ, ও, অ
-
উৎস:

0
Updated: 1 month ago
সংক্ষিপ্তরূপ নেই নিচের কোন স্বরধ্বনির?
Created: 2 weeks ago
A
আ
B
এ
C
ঋ
D
অ
‘অ’ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা ‘কার’ নেই।
কারের সংজ্ঞা:
-
যখন কোনো স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়, তাকে কার বলা হয়।
-
অ-ভিন্ন অন্য দশটি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ বাংলায় বিদ্যমান।
বাংলার কারসমূহ এবং উদাহরণ:
-
আ-কার (া): মামা, বাবা, মা, পাখা, চাকা
-
ই-কার (ি): বিশ্ব, মিথ্যা, পানি, চিনি, গাড়ি
-
ঈ-কার (ী): শীতল, মন্ত্রী, নীতি, পত্নী, পরীক্ষা
-
উ-কার (ু): বুবু, খুকু, ফুফু
-
ঊ-কার (ূ): মূল্যবান, পূর্তি, অপূর্ব, পূজা, চূর্ণ
-
ঋ-কার (ৃ): নৃত্য, বৃথা, বৃষ্টি, গৃহ, কৃতী
-
এ-কার (ে): দেশ, শেষ, মেঘ, মেয়ে, ছেলে
-
ঐ-কার (ৈ): মৈত্রী, দৈত্য, সৈন্য, চৈত্র, বৈশাখ
-
ও-কার (াে): খোলা, দোলনা, বোকা, খোকা, ধোঁকা
-
ঔ-কার (ৗে): নৌকা, ভৌত, পৌষ, কৌতুক, যৌথ

0
Updated: 2 weeks ago