'আঁতে ঘা' বাগ্ধারার অর্থ কী?
A
সর্বনাশ করা
B
বেকায়দায় ফেলা
C
অত্যন্ত রেগে যাওয়া
D
দুর্বল জায়গায় খোঁচা
উত্তরের বিবরণ
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও শব্দার্থ
বাগধারা / শব্দ | অর্থ | উদাহরণ / ব্যবহার |
---|---|---|
আঁতে ঘা | দুর্বল জায়গায় খোঁচা | সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে। |
ঘুঘু চরানো | সর্বনাশ করা | — |
কোণঠাসা করা | বেকায়দায় ফেলা | — |
অগ্নিশর্মা | অত্যন্ত রেগে যাওয়া | — |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ

0
Updated: 1 month ago
'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
অত্যন্ত ছোট মাছ
B
গুড়িগুড়ি বৃষ্টি
C
গুড়ি গুড়ি কচুরিপানা
D
ইলিশের মৌসুম
• 'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ গুড়িগুড়ি বৃষ্টি।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
- কচুপোড়া - অখাদ্য বস্তু।
- একবনের শিয়াল - একদলের লোক।
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ।
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি।
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি।
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি।
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া।
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।

0
Updated: 3 weeks ago
'তালপাতার সেপাই' এর সমার্থক বাগ্ধারা কোনটি?
Created: 1 month ago
A
তালকানা
B
ছা-পোষা
C
টুপ ভুজঙ্গ
D
ডিমে রোগা
• 'তালপাতার সেপাই' অর্থ- রুগ্ণ/ছিপছিপে।
• 'ডিমে রোগা' অর্থ- সর্বদা রুগ্ণ।
অন্যদিকে,
• 'টুপ ভুজঙ্গ' অর্থ- নেশাগ্রস্ত।
• 'তালকানা' অর্থ- কান্ডজ্ঞানহীন।
• 'ছা-পোষা' অর্থ- পোষ্য-ভারাক্রান্ত।
উৎস:

0
Updated: 1 month ago
'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
গুজব
B
অত্যন্ত প্রিয়জন
C
দুর্লভ
D
কাল্পনিক বস্তু
• 'অমাবস্যার চাঁদ' বাগ্ধারার অর্থ- দুর্লভ।
অন্যদিকে,
• 'উড়ো কথা' অর্থ- গুজব।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ- অত্যন্ত প্রিয়জন।
• 'আকাশকুসুম' অর্থ- কাল্পনিক বস্তু।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago