A
ই্
B
ও্
C
উ্
D
ঔ্
উত্তরের বিবরণ
অর্ধস্বরধ্বনি ও দ্বিস্বরধ্বনি
১. অর্ধস্বরধ্বনি
-
সংজ্ঞা: পূর্ণ স্বরধ্বনির সাথে সংযুক্ত হয়ে স্বরধ্বনির উচ্চারণকে অংশিকভাবে সম্পন্ন করে এমন ধ্বনি।
-
উদাহরণ:
-
মৌ, বউ → এখানে [ওউ্]
-
ও = পূর্ণ স্বরধ্বনি
-
উ্ = অর্ধস্বরধ্বনি
-
-
২. দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
-
উদাহরণ: লাউ → [আউ্]
-
আ = পূর্ণ স্বরধ্বনি
-
উ্ = অর্ধস্বরধ্বনি
-
দ্বিস্বরধ্বনির অন্যান্য উদাহরণ:
দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
---|---|
[আই্] | তাই, নাই |
[এই্] | সেই, নেই |
[আও্] | যাও, দাও |
[আএ্] | খায়, যায় |
[উই্] | দুই, রুই |
[অএ্] | নয়, হয় |
[ওউ্] | মৌ, বউ |
[ওই্] | কৈ, দই |
[এউ্] | কেউ, ঘেউ |
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 week ago
নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনটি?
Created: 1 week ago
A
এ
B
আ
C
অ
D
ও
জিভের অবস্থান অনুসারে ভাগ
১. উচ্চ স্বরধ্বনি – [ই], [উ]
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি – [এ], [ও]
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি – [অ্যা], [অ]
৪. নিম্ন স্বরধ্বনি – [আ]
-
উচ্চারণে জিভ যত উপরে ওঠে → তত উচ্চ স্বরধ্বনি
-
জিভ যত নিচে নামে → তত নিম্ন স্বরধ্বনি
ঠোঁটের অবস্থান অনুসারে ভাগ
১. সংবৃত – [ই], [উ]
২. অর্ধ-সংবৃত – [এ], [ও]
৩. অর্ধ-বিবৃত – [অ্যা], [অ]
৪. বিবৃত – [আ]
-
ঠোঁট যত কম খোলে → সংবৃত
-
ঠোঁট যত বেশি খোলে → বিবৃত

0
Updated: 1 week ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 week ago
A
আ্
B
ই্
C
এ্
D
ও্
অর্ধস্বরধ্বনি (Half Vowels)
-
সংজ্ঞা: যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে অর্ধস্বরধ্বনি বলে।
-
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি: ই্, উ্, এ্, ও্
-
বৈশিষ্ট্য: অর্ধস্বরধ্বনি কখনো টেনে দীর্ঘ করা যায় না।
উদাহরণ:
-
চাই: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [ই্] (অর্ধ)
-
লাউ: স্বরধ্বনি = [আ] (পূর্ণ), [উ্] (অর্ধ)
নোট: আ্ অর্ধস্বরধ্বনি নয়।

0
Updated: 1 week ago
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টি?
Created: 4 weeks ago
A
দুইটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
• অর্ধস্বরধ্বনি:
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: ই্, উ্, এ্, ও্।
স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবে, দীর্ঘ করা যায় না।
যেমন:
• 'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্ ]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই্] হলো অর্ধস্বরধ্বনি।
• একইভাবে 'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ্] হলো অর্ধস্বরধ্বনি।

0
Updated: 4 weeks ago