'Cardinal' is a type of which crop?
A
Mango
B
Potatoes
C
Maize
D
Tobacco
উত্তরের বিবরণ
উন্নত ফসলের জাতসমূহ
উৎস: কৃষিমন্ত্রনালয়
১. গমের উন্নত জাত
-
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
২. আলুর উন্নত জাত
-
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
৩. ভুট্টার উন্নত জাত
-
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
৪. তামাকের উন্নত জাত
-
সুমাত্রা, ম্যানিলা

0
Updated: 1 month ago
তুলার উন্নত জাতের একটি-
Created: 1 week ago
A
সোনালিকা
B
মানিক
C
ডেলফোজ
D
বর্ণালী
কৃষিতে উন্নত জাতের ফসলসমূহ:
-
উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
উন্নত জাতের তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।

0
Updated: 1 week ago
'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
Created: 5 months ago
A
বেগুন
B
আম
C
আলু
D
টমেটো
বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'সিন্দুরী' আলুর উন্নত জাত –এছাড়াও ডায়মন্ড (৩৭ তম বিসিএস), কার্ডিনাল, কুফরী, সিন্দুরী, হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, মন্ডিয়াল, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা আলুর জাত।

0
Updated: 5 months ago
কৃষিতে ‘ডায়মন্ড’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
মরিচ
B
আলু
C
টমেটো
D
তরমুজ
ফসলের উন্নত জাতসমূহ বিভিন্ন ফসলের জন্য নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে, যা উচ্চ ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত।
উন্নত ফসলের জাত:
-
তরমুজ: পদ্মা, বারি তরমুজ-১, বারি তরমুজ-২, মধুমালা
-
আলু: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরি
-
আম: মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি
-
মরিচ: যমুনা
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী

0
Updated: 1 month ago