On which date was the 'July Declaration' published?
A
July 31, 2025
B
8 August, 2025
C
5 August, 2025
D
July 36, 2025
উত্তরের বিবরণ
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা: জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা ওই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়।
-
প্রকাশ: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
-
উপস্থাপনা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ধারা: মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
সারমর্ম:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 month ago
What is the total amount of arable land in Bangladesh? (August - 2025)
Created: 1 month ago
A
3 crore 96 lakh 92 thousand acres.
B
3 crore 92 lakh 99 thousand acres.
C
3 crore 86 lakh 96 thousand acres.
D
3 crore 92 lakh 96 thousand acres.
কৃষি পরিসংখ্যান (২০২২-২০২৩)
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
-
মোট আবাদযোগ্য জমি: ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
-
মোট আবাদী জমি: ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩ লক্ষ ৫৮ হাজার একর
-
বনাঞ্চল: ৬৩ হাজার ৬৩ একর

0
Updated: 1 month ago
In what year was Value Added Tax introduced in Bangladesh?
Created: 1 month ago
A
July 1, 1991
B
June 1, 1991
C
July 1, 1990
D
June 1, 1990
Value Added Tax (VAT)
-
সংজ্ঞা: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
-
বাংলাদেশে চালু: ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ধরণ: একটি পরোক্ষ কর।
-
রাজস্বে গুরুত্ব:
-
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে ভ্যাট থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
-
-
বর্তমান ভ্যাট হার: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
উৎস: NBR ওয়েবসাইট

0
Updated: 1 month ago
Which one serves as a clearing house?
Created: 1 month ago
A
Agrani Bank
B
Janata Bank
C
Rupali Bank
D
Bangladesh Bank
নিকাশ ঘর
বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
-
বিভিন্ন ব্যাংকের গ্রাহক চেকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকগুলোর মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
-
নিকাশ ঘর হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে নিকাশ ঘরের কাজ করে সোনালী ব্যাংক।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago