A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
উত্তরের বিবরণ
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary

0
Updated: 2 months ago
'Out and out' means___.
Created: 1 day ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 day ago
The word 'plurality' means-
Created: 2 months ago
A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
What is the meaning of the idiom 'a round dozen'?
Created: 2 months ago
A
a little less than a dozen
B
a little more than a dozen
C
a full dozen
D
round about a dozen
Idiom: A round dozen
English Meaning: Exactly twelve; a complete set or group of twelve.
Bangla Meaning: এক ভজন; বারোটি; তিন গণ্ডা; পূর্ণ ডজন
-
এই idiom-টি একটি নির্দিষ্ট সংখ্যা (১২) বোঝাতে ব্যবহৃত হয়।
Example Sentence:
I ordered a round dozen of eggs from the market.
Bangla Translation: আমি বাজার থেকে একদম বারোটি ডিম অর্ডার করেছিলাম।
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 2 months ago