A
Jute decomposition method
B
Wheat threshing method
C
Jute planting method
D
Rice Cultivation Method
উত্তরের বিবরণ
রিবন রেটিং (Ribbon Rating)
-
সংজ্ঞা: স্বল্প পানি অঞ্চলে পাট পচন ব্যবস্থাপনা কে বলা হয় রিবন রেটিং পদ্ধতি।
-
উদ্ভাবন: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) গবেষণার পর বাঁশের হুক ব্যবহার করে পাটের ছালকরণ (Ribboning) ও ছাল পচন (Ribbon Rating) পদ্ধতি উদ্ভাবন করেছে।
-
উপকরণ:
১. সিঙ্গেল রোলার
২. ডাবল রোলার রিবনার-
কারিগরি দিক থেকে ডাবল রোলার রিবনার সবচেয়ে সুবিধাজনক প্রমাণিত।
-
-
সুবিধা:
-
পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা গাছ থেকে ছাল আলাদা করা হয়।
-
পচানোর জন্য কম পানি প্রয়োজন।
-
পচনের জন্য কম জায়গা ও সময় লাগে।
-
বহন খরচ কমে যায়।
-
আঁশে কোনো কাটিংস থাকে না, এবং আঁশের মান ভালো থাকে।
-
ফলে আঁশের মূল্য বৃদ্ধি পায়।
-
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 1 week ago
What is the time limit for harvesting Aman paddy?
Created: 1 week ago
A
December - early January
B
November - early December
C
October - early November
D
January - early February
ফসল রোপন ও উত্তোলনের সময়সূচি
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
১. রোপনের সময়
ফসল | রোপনের সময় |
---|---|
আউশ ধান | মধ্য মার্চ – মধ্য এপ্রিল |
আমন ধান | জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু |
বোরো ধান | মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি |
২. উত্তোলনের সময়
ফসল | উত্তোলনের সময় |
---|---|
আউশ ধান | মধ্য জুলাই – আগস্টের শুরু |
আমন ধান | ডিসেম্বর – জানুয়ারির শুরু |
বোরো ধান | এপ্রিল – মে |

0
Updated: 1 week ago
What is the main export product of Bangladesh?
Created: 1 week ago
A
Agricultural products
B
Knitwear
C
Leather and leather products
D
Leather goods
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (২০২৪-২৫ অর্থবছর, জুলাই-জুন)
-
নীট পোষাক (Knitwear)
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
মন্তব্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য।
-
-
ওভেন পোষাক (Woven Garments)
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল (Home Textiles)
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা (Leather & Footwear)
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 1 week ago
How many years is the duration of the medium-term plan?
Created: 1 week ago
A
1 to 6 years
B
1 to 5 years
C
2 to 6 years
D
1 to 3 years
পরিকল্পনার ধরন
১. স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর বা তার কম।
-
ধরন: দুটি প্রকার—
-
এ্যাকশন প্লান (Action Plan)
-
রি-এ্যাকশন প্লান (Re-action Plan)
-
২. মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan)
-
মেয়াদ: সাধারণত ১ বছর থেকে ৫ বছর।
-
লক্ষ্য: মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ।
৩. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan)
-
মেয়াদ: সাধারণত ৫ বছরের বেশি।
উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago