A
‘বৈষম্যহীন ও উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
B
‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার অঙ্গীকার’।
C
‘বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়’।
D
‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
উত্তরের বিবরণ
বাজেট ২০২৫‑২৬
-
বাজেট ঘোষণা: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
-
বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
মোট বাজেট: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেট ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযোজন: "জুলাই যোদ্ধা"
-
২০২৫‑২৬ অর্থবছরের বরাদ্দ:
-
উন্নয়ন বাজেট: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেট: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস: বাজেট ২০২৫‑২০২৬

0
Updated: 1 week ago
মানুষের আচরন নিয়ন্ত্রন করে কল্যাণ সাধন করা কোনটির লক্ষ্য?
Created: 1 week ago
A
গণতন্ত্রের
B
মূল্যবোধের
C
সুশাসনের
D
নৈতিকতার
নৈতিকতা: - নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার। - জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।' - নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। - তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ। ⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়: - লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন। - নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। - শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়। - রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন। - উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
নৈতিকতা:
- নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
- জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
- নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ।
- তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়:
- লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন।
- নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ।
- শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়।
- রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন।
- উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।

0
Updated: 1 week ago
Which country is the single largest market for Bangladesh's export sector? (August, 2025)
Created: 1 week ago
A
USA
B
UK
C
China
D
Japan
বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার
-
বৃহত্তম বাজার: যুক্তরাষ্ট্র
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): ৮৭৬ কোটি ডলার
-
মোট রপ্তানিতে অংশ: ১৭%
-
প্রধান পণ্য: তৈরি পোশাক (মোট রপ্তানির ৮৭%)
-
বিশ্বে অবস্থান তৈরি পোশাক রপ্তানিতে: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান তৃতীয় স্থান

0
Updated: 1 week ago
What is the main export product of Bangladesh?
Created: 1 week ago
A
Agricultural products
B
Knitwear
C
Leather and leather products
D
Leather goods
বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (২০২৪-২৫ অর্থবছর, জুলাই-জুন)
-
নীট পোষাক (Knitwear)
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
মন্তব্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য।
-
-
ওভেন পোষাক (Woven Garments)
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল (Home Textiles)
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা (Leather & Footwear)
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 1 week ago