In what year was Value Added Tax introduced in Bangladesh?
A
July 1, 1991
B
June 1, 1991
C
July 1, 1990
D
June 1, 1990
উত্তরের বিবরণ
Value Added Tax (VAT)
-
সংজ্ঞা: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
-
বাংলাদেশে চালু: ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ধরণ: একটি পরোক্ষ কর।
-
রাজস্বে গুরুত্ব:
-
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে ভ্যাট থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
-
-
বর্তমান ভ্যাট হার: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
উৎস: NBR ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ইউএনডিপি এর মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ এ বাংলাদেশের অবস্থান কততম?
Created: 1 month ago
A
১২৯ তম
B
১৩০ তম
C
১৩১ তম
D
১৩২ তম
‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫’ এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।

0
Updated: 1 month ago
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
Created: 1 month ago
A
2017
B
2014
C
2016
D
2015
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:
-
সংজ্ঞা: দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
-
বাংলাদেশে প্রথম প্রণয়ন: ২০০৫ সালে বাংলাদেশ IPRSP প্রথম প্রণয়ন করে।
-
শিরোনাম: ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’।
-
সর্বশেষ গ্রহণ: বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে ২০১৫ সালে।
-
মোট গ্রহণকৃত কৌশলপত্র: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করেছে।
উৎস: IMF

0
Updated: 1 month ago
মানুষের আচরন নিয়ন্ত্রন করে কল্যাণ সাধন করা কোনটির লক্ষ্য?
Created: 1 month ago
A
গণতন্ত্রের
B
মূল্যবোধের
C
সুশাসনের
D
নৈতিকতার
নৈতিকতা: - নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার। - জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।' - নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। - তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ। ⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়: - লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন। - নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ। - শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়। - রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন। - উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
নৈতিকতা:
- নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
- জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
- নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ।
- তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
⇒ নৈতিকতা সম্পর্কিত বিষয়:
- লক্ষ্য: নৈতিকতার মৌলিক লক্ষ্য মানুষের কল্যাণ সাধন।
- নিয়ন্ত্রক: নৈতিকতার নিয়ন্ত্রক হলো বিবেক ও মূল্যবোধ।
- শুরু: নৈতিক শিক্ষা প্রাথমিক ভাবে পরিবারে শুরু হয়।
- রক্ষাকবচ: নৈতিকতার রক্ষাকবচ বিবেকের দংশন।
- উপাদান: নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।

0
Updated: 1 month ago