What was the real name of the great American short writer, 'O Henry'?
A
Samuel L. Clemen
B
William Sydney Porter
C
Fitz-James O'Brien
D
William Huntington Wright
উত্তরের বিবরণ
O’ Henry ছিলো একজন প্রখ্যাত মার্কিন ছোটগল্পকার, যার প্রকৃত নাম ছিল William Sidney (বা Sydney) Porter। "O’ Henry" নামটি ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
তিনি যুক্তরাষ্ট্রের সাহিত্যে অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত। তার গল্পগুলোর মূল উপজীব্য ছিল নিউইয়র্ক শহরের সাধারণ মানুষের জীবনযাপন, আবেগ, সংগ্রাম ও সম্পর্কের বাস্তবচিত্র।
তার রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো—
-
হাস্যরসাত্মক ও নাটকীয় বর্ণনা,
-
এবং বিশেষভাবে Surprise Ending বা আকস্মিক সমাপ্তির ব্যবহার, যা ছোটগল্প সাহিত্যে এক নতুন ধারা হিসেবে তিনিই প্রথম শুরু করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
The Last Leaf
-
The Gift of the Magi
-
Cabbages and Kings
-
Roads of Destiny
-
Sixes and Sevens
তথ্যসূত্র: Encyclopedia Britannica, Live MCQ Lecture
0
Updated: 5 months ago
Who is the writer of the famous essay 'Tradition and the Individual Talent'?
Created: 1 month ago
A
George Orwell
B
Aldous Leonard Huxley
C
T. S. Eliot
D
Francis Bacon
T. S. Eliot একজন বিশিষ্ট আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি তাঁর সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ The Sacred Wood (১৯২০) এবং
বিখ্যাত প্রবন্ধ 'Tradition and the Individual Talent' দ্বারা সুপরিচিত। Eliot ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
-
Tradition and the Individual Talent:
-
এটি Eliot-এর The Sacred Wood বইয়ের সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ।
-
প্রবন্ধে তিনি হোমার থেকে শুরু করে আধুনিক ইউরোপীয় সাহিত্যের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের সঙ্গে প্রত্যেক ব্যক্তিগত প্রতিভা (Individual Talent) এর সম্পর্ক আলোচনা করেছেন।
-
Tradition বা ঐতিহ্য মানে শুধুমাত্র অতীতের লেখকদের কাজ অনুকরণ করা নয়; বরং Eliot বলেন, “novelty is better than repetition।”
-
Individual Talent বা ব্যক্তিগত প্রতিভা হলো কবির আবেগকে সরাসরি প্রকাশ করা নয়, বরং তা শিল্পের মাধ্যমে রূপান্তরিত করা।
-
কবির সৃষ্টির মূল্য নির্ভর করে ঐতিহ্য এবং ব্যক্তিগত প্রতিভার সমন্বয় এর উপর।
-
উল্লেখযোগ্য যে, সংকলনের অন্য একটি প্রবন্ধ “Hamlet and His Problems” Eliot-এর objective correlative তত্ত্ব উপস্থাপন করে, যা তিনি George Santayana বা Washington Allston থেকে গ্রহণ করেছিলেন।
-
-
T. S. Eliot (1888-1965):
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি আধুনিক কবিতা ও নাটকে নতুন চিন্তাধারা এবং রচনা দিয়ে স্বীকৃতি লাভ করেন।
-
১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
-
প্রখ্যাত নাটকসমূহ:
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Confidential Clerk
-
The Family Reunion
-
The Elder Statesman
-
Sweeney Agonistes (poetic drama in two scenes)
-
-
প্রখ্যাত কবিতাসমূহ:
-
The Love Song of J. Alfred Prufrock (dramatic monologue)
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets (East Coker, Little Gidding, Burnt Norton, The Dry Salvages)
-
-
The Sacred Wood (Collection of Essays):
-
Eliot-এর প্রথম সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ, প্রকাশিত ১৯২০ সালে।
-
প্রায় ২০টি প্রবন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো:
-
The Perfect Critic
-
Imperfect Critics
-
Tradition and the Individual Talent
-
Hamlet and His Problems
-
The Possibility of a Poetic Drama
-
Rhetoric and Poetic Drama
-
Notes on the Blank Verse of Christopher Marlowe
-
-
0
Updated: 1 month ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago
'September on the Jessore Road' is written by-
Created: 3 months ago
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.
0
Updated: 3 months ago