What is the meaning of the word 'sequences'?
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
উত্তরের বিবরণ
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 3 months ago
Parcel
Created: 2 months ago
A
quarrel
B
piece of land
C
postage
D
unobstructed view
Parcel শব্দটির অর্থ সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ জমি বোঝাতে ব্যবহৃত হয়।
• The word Parcel means - a piece of land.
-
Parcel
-
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট এলাকা বা জমির অংশ; পাশাপাশি এমন কোনো বস্তু বা বস্তুসমষ্টি যা কাগজে মোড়ানো হয়, সাধারণত ডাকযোগে পাঠানোর উদ্দেশ্যে।
-
বাংলা অর্থ: বহনের উপযোগী কিংবা ডাকযোগে পাঠানোর জন্য মোড়ানো সামগ্রী; পারসেল; কোনো জমির নির্দিষ্ট খণ্ড, যা সাধারণত কোনো তালুক বা সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত হয়।
-
এছাড়াও কিছু প্রাসঙ্গিক শব্দের অর্থ:
-
Quarrel: বিবাদ, কলহ বা ঝগড়া।
-
Postage: ডাকখরচ বা ডাকমাশুল।
-
Unobstructed view: বাধাবিহীন বা নিরবিচারে দৃশ্য।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি
২. ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 months ago
'Blockbuster' means-
Created: 2 months ago
A
A large solid piece of store
B
A device to cut off a person's head as a punishment
C
Something that makes movement difficult
D
A powerful explosive to demolish buildings
Blockbuster (Noun)
English Meaning:
1. a very large high-explosive bomb
2. one that is notably expensive, effective, successful, large, or extravagant
3. one who engages in blockbusting
Bangla Meaning:
1. শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একসঙ্গে অনেক দালানকোঠা ধ্বংস করতে পারে;
2. (লাক্ষণিক) কোনো ঘটনার ফল আকস্মিকভাবে প্রভাবিত করতে পারে এমন প্রবল কোনো বস্তু; (বিশেষত America(n))
3. এমন ব্যক্তি যে ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো এলাকার লোকজনকে তাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
'Burn the candle at both ends' means -
Created: 1 week ago
A
Work efficiently
B
Overwork
C
Waste time
D
Work on midnight
Answer: খ) Overwork
Idiom: Burn the candle at both ends
-
English Meaning: go to bed late and get up early, especially to get work done.
-
Bangla Meaning: কাজ সমাধান করার জন্য দিনরাত পরিশ্রম করা / অক্লান্ত পরিশ্রম করা।
Example Sentence:
-
We should avoid burning candles at both ends, otherwise it will make us suffer.
-
Bangla Meaning: পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে দিনরাত পরিশ্রম করলে আমাদেরকে ভুগতে হবে।
Other options:
-
ক) Work efficiently: কাজের দক্ষতা।
-
গ) Waste time: সময় নষ্ট করা।
-
ঘ) Work on midnight: কেবল রাতের কাজ বোঝায়।

0
Updated: 1 week ago