A
শব্দের ব্যঞ্জনা
B
উচ্চারণ-প্রক্রিয়া
C
উপসর্গ
D
ধ্বনির বিন্যাস
উত্তরের বিবরণ
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
বিশেষ গুরুত্ব: শব্দগঠন প্রক্রিয়া (উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ)।
অর্থতত্ত্ব
-
শব্দ, বর্গ ও বাক্যের অর্থ/ব্যঞ্জনা নিয়ে আলোচনা করে।
ধ্বনিতত্ত্ব
-
আলোচ্য বিষয়: ধ্বনি ও বর্ণ।
-
মূল বিষয়: বাগযন্ত্র, উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল ইত্যাদি।

0
Updated: 1 week ago
কোনটি বিদেশি উপসর্গ নয়?
Created: 3 months ago
A
রাম
B
নিম
C
আম
D
বর
বিদেশি উপসর্গগুলোর প্রকৃতি অনেক সময় অনির্দিষ্ট বা অনির্ণেয় হয়।
উদাহরণস্বরূপ:
-
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের।
-
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
-
উর্দু উপসর্গ: হর।
-
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ হিসেবে রাম একটি নির্দিষ্ট উদাহরণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
'অপ্রতিবিধান' শব্দটিতে কয়টি উপসর্গ রয়েছে?
Created: 1 day ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
অপ্রতিবিধান' শব্দটিতে - তিনটি উপসর্গ রয়েছে। • 'অপ্রতিবিধান' শব্দের উপসর্গ বিশ্লেষণ: অপ্রতিবিধান = অ + প্রতি + বি। এখানে, অ, প্রতি, বি- তিনটি উপসর্গ। উৎস: ১। ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। ২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।

0
Updated: 1 day ago
কোনটি বাংলা উপসর্গ?
Created: 5 days ago
A
সম
B
পরা
C
দুর
D
অজ
বাংলা উপসর্গ:
-
মোট একুশটি।
-
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
-
মোট বিশটি।
-
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 5 days ago