উপভাষার অপর নাম কী?
A
মান্য ভাষা
B
আঞ্চলিক ভাষা
C
প্রমিত ভাষা
D
প্রচলিত ভাষা
উত্তরের বিবরণ
উপভাষা
-
আঞ্চলিক ভাষার আরেক নাম উপভাষা।
-
এটি প্রমিত ভাষার পাশাপাশি অঞ্চলভেদে প্রচলিত হয়।
-
পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক উপভাষা ব্যবহৃত হয়।
-
প্রমিত ভাষা ও উপভাষার পার্থক্য ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণ কাঠামোয় নিহিত।
-
প্রমিত ভাষা সর্বস্তরে ও লিখিতভাবে ব্যবহৃত হলেও উপভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সীমিত।

0
Updated: 1 month ago
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
Created: 2 months ago
A
দ্রাবিড়
B
ইউরালীয়
C
ইন্দো-ইউরোপীয়
D
সেমেটিক
পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো - ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো - ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।

0
Updated: 2 months ago
বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কতটি?
Created: 3 weeks ago
A
৩৭টি
B
৩৫টি
C
৩২টি
D
৩৯টি
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত:
-
স্বরধ্বনি
-
ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি):
[প্], [ফ], [ব], [ভ], [ত্], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]
-
এখানে প্রতিটি ধ্বনি বা উচ্চারণ তৃতীয় বন্ধনীর মাধ্যমে নির্দেশ করা হয়েছে।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বাক্-প্রত্যঙ্গ নয়?
Created: 3 weeks ago
A
নাক
B
ঠোঁট
C
জিহ্বা
D
কান
ধ্বনি:
ধ্বনি হলো ভাষার সেই ক্ষুদ্র একক যা উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে পৃথকভাবে চিহ্নিত করা যায়।
-
ধ্বনির সঙ্গে সরাসরি অর্থের কোনো সম্পর্ক নেই।
-
ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
-
ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে, সেগুলো হলো: ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
-
মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
-
ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় মুখে বিভিন্ন ধরনের ধ্বনি সৃষ্টি হয়।
-
তবে সব ধ্বনিই সব ভাষায় ব্যবহৃত হয় না।

0
Updated: 2 weeks ago