নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনটি?
A
এ
B
আ
C
অ
D
ও
উত্তরের বিবরণ
জিভের অবস্থান অনুসারে ভাগ
১. উচ্চ স্বরধ্বনি – [ই], [উ]
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি – [এ], [ও]
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি – [অ্যা], [অ]
৪. নিম্ন স্বরধ্বনি – [আ]
-
উচ্চারণে জিভ যত উপরে ওঠে → তত উচ্চ স্বরধ্বনি
-
জিভ যত নিচে নামে → তত নিম্ন স্বরধ্বনি
ঠোঁটের অবস্থান অনুসারে ভাগ
১. সংবৃত – [ই], [উ]
২. অর্ধ-সংবৃত – [এ], [ও]
৩. অর্ধ-বিবৃত – [অ্যা], [অ]
৪. বিবৃত – [আ]
-
ঠোঁট যত কম খোলে → সংবৃত
-
ঠোঁট যত বেশি খোলে → বিবৃত

0
Updated: 1 month ago
'মৌ' শব্দে কোন অর্ধস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
ই্
B
ও্
C
উ্
D
ঔ্
অর্ধস্বরধ্বনি ও দ্বিস্বরধ্বনি
১. অর্ধস্বরধ্বনি
-
সংজ্ঞা: পূর্ণ স্বরধ্বনির সাথে সংযুক্ত হয়ে স্বরধ্বনির উচ্চারণকে অংশিকভাবে সম্পন্ন করে এমন ধ্বনি।
-
উদাহরণ:
-
মৌ, বউ → এখানে [ওউ্]
-
ও = পূর্ণ স্বরধ্বনি
-
উ্ = অর্ধস্বরধ্বনি
-
-
২. দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
-
উদাহরণ: লাউ → [আউ্]
-
আ = পূর্ণ স্বরধ্বনি
-
উ্ = অর্ধস্বরধ্বনি
-
দ্বিস্বরধ্বনির অন্যান্য উদাহরণ:
দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
---|---|
[আই্] | তাই, নাই |
[এই্] | সেই, নেই |
[আও্] | যাও, দাও |
[আএ্] | খায়, যায় |
[উই্] | দুই, রুই |
[অএ্] | নয়, হয় |
[ওউ্] | মৌ, বউ |
[ওই্] | কৈ, দই |
[এউ্] | কেউ, ঘেউ |
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
উচ্চ -মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
Created: 2 weeks ago
A
ই
B
ও
C
এ
D
অ
উচ্চারণের সময় জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়।
-
জিভ কতটা নিচে নামে তার ভিত্তিতে স্বরধ্বনি বিভাজন:
১. উচ্চ স্বরধ্বনি: ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি: আ -
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি বিভাজন:
১. সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
২. মধ্য স্বরধ্বনি: আ
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ

0
Updated: 2 weeks ago
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।

0
Updated: 1 month ago