"লক্ষ্মী" শব্দের 'ক্ষ্ম' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ষ্ + হ্ + ম
B
ষ্ + ক্ + ম
C
ক্ + ষ্ + ন
D
ক্ + ষ্ + ম
উত্তরের বিবরণ
যুক্তবর্ণ (Conjunct Letters)
-
সংজ্ঞা: একাধিক বর্ণ একত্রিত হয়ে যে নতুন বর্ণ তৈরি করে তাকে যুক্তবর্ণ বলে।
-
ধরন:
-
স্বচ্ছ যুক্তবর্ণ: দেখা মাত্রই সহজে চেনা যায়।
-
অস্বচ্ছ যুক্তবর্ণ: সহজে চেনা যায় না।
-
গুরুত্বপূর্ণ উদাহরণ:
-
ক্ + স = ক্স (যেমন: অক্ষর)
-
ক্ + ষ = ক্ষ (যেমন: লক্ষ্মী, শিক্ষা)
-
হ্ + ম = হ্ম (যেমন: হ্মদয়)
-
হ্ + ন = হ্ন (যেমন: শিক্ষানব্ন)
-
ষ + ণ = ষ্ণ (যেমন: ষ্ণানন্দ)
-
ক্ + ষ + ম = ক্ষ্ম (যেমন: লক্ষ্মী, ক্ষ্মাপ্রার্থী)
উদাহরণ: "লক্ষ্মী" শব্দে 'ক্ষ্ম' যুক্তবর্ণটি ক্ + ষ + ম দ্বারা গঠিত।

0
Updated: 1 month ago
'ম্ফ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ন্ + ফ
B
ম্ + ফ
C
ঙ্ + ফ
D
কোনোটিই নয়
• 'ম্ফ' যুক্তবর্ণটি (ম্ + ফ) যোগে গঠিত।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ষ্ + প = ষ্প;
- ক্ + ষ = ক্ষ;
- ষ্ + ঠ = ষ্ঠ;
- স্+ থ = স্থ;
- প্ + স = প্স;
- স্ + প = স্প;
- ম্ + ফ = ম্ফ;
- ঞ্ + ছ = ঞ্ছ।

0
Updated: 2 months ago
'তীক্ষ্ণ' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ক্ + ষ্ + ম = ক্ষ্ণ
B
ক্ + ষ্ + ন = ক্ষ্ণ
C
ক্ + ষ্ + ণ = ক্ষ্ণ
D
হ্ + ম্ + ন = ক্ষ্ণ
• 'তীক্ষ্ণ' শব্দের 'ক্ষ্ণ' যুক্তবর্ণটি 'ক্ + ষ্ + ন' বর্ণ যোগে গঠিত।
-----------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদের কে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদের কে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + স = ক্স,
- ক্ + ষ = ক্ষ,
- হ্+ ম = হ্ম,
- হ্ + ন = হ্ন,
- ষ + ণ= ষ্ণ,
- ক্ + ষ + ম = ক্ষ্ম।

0
Updated: 2 months ago
সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
Created: 1 month ago
A
ভ্ + ঊ = ভ্র
B
ত্ + ত = ক্ত
C
ঙ্ + গ = ঙ্গ
D
ক্ + ত = ত্ত
• সংযুক্ত বর্ণের শুদ্ধরূপ:
-
ঙ্ + গ = ঙ্গ
গুরুত্বপূর্ণ কিছু সংযুক্ত বর্ণ:
-
ত্ + ত = ত্ত
-
ক্ + ত = ক্ত
-
ভ্ + র = ভ্র
-
ত্ + থ = ত্থ
-
ঙ্ + ক = ঙ্ক
-
হ্ + ম = হ্ম

0
Updated: 1 month ago