What is the meaning of the word 'belated'?
A
complaining
B
off hand
C
weak
D
tardy
উত্তরের বিবরণ
Belated (verb)
English Meaning: Coming or happening later than should have been the case.
Bangla Meaning: খুব দেরিতে আসা।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণ:
-
of hand: পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; (আচরণ) ভাবলেশহীন; অমনোযোগী; কাটখোট্টাভাবে সংক্ষিপ্ত।
-
complaining: অসন্তোষ, অন্যায়, দুর্ভোগ বা যন্ত্রণার প্রকাশ; অভিযোগ করা; নালিশ জানানো।
-
tardy: দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন হওয়া।
-
weak: দুর্বল; ভঙ্গুর।
• বিশ্লেষণ:
উল্লিখিত অপশনগুলোর মধ্যে “tardy” শব্দটি “belated” এর সমার্থক অর্থ বহন করে, কারণ উভয় শব্দই দেরিতে আসা বা ঘটার অর্থে ব্যবহৃত হয়।
• উপসংহার:
সুতরাং, বলা যায় — the meaning of the word “Belated” is “tardy.”
Source: Accessible Dictionary by Bangla Academy এবং Oxford Learner’s Dictionary.

0
Updated: 3 months ago
Cul-de-sac means
Created: 6 hours ago
A
A large public park
B
A short road that is blocked off at one end
C
A busy marketplace
D
A bridge connecting two cities
Cul-de-sac
-
English Meaning: a short road that is blocked off at one end.
-
Bangla Meaning: কানাগলি (Noun), কানাগলিসংক্রান্ত (Adjective)
Example Sentence:
-
These bleak conclusions need not lead into a cul-de-sac.
উৎস:

0
Updated: 6 hours ago
The verb 'succumb' means-
Created: 4 weeks ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 4 weeks ago
The idiom ''put up with'' means-
Created: 1 month ago
A
stay together
B
tolerate
C
keep trust
D
Protect
Put up with (idiom)
English Meaning: Tolerate or endure something.
Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
- stay together - একসাথে থাকা।
- keep quiet - ভরসা রাখা।
- protest - বাঁধা দেওয়া।
- tolerate - সহ্য করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate.

0
Updated: 1 month ago