ফোটন কণার নিশ্চল ভর কত?
A
১ কেজি
B
৯.৮ নিউটন
C
শূন্য
D
অসীম
উত্তরের বিবরণ
ফোটন কণা (Photon Particle)
-
ফোটন কণা তাড়িতচৌম্বক বল বহন করে।
-
ফোটনের নিঃশ্চল ভর শূন্য (0)।
-
প্রতিটি কোয়ান্টাম তার বা শক্তি তাড়িতচৌম্বক তরঙ্গের কম্পাংকের উপর নির্ভরশীল।
-
কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী, তাড়িতচৌম্বক বিকিরণ তরঙ্গধর্মী নয়, বরং এটি এক ধরণের কণার স্রোত, যাকে ফোটন (Photon) বলা হয়।
ফোটন কণার ধর্মসমূহ
-
প্রতিটি ফোটন কণাই তড়িৎ নিরপেক্ষ।
-
শূন্য মাধ্যমে প্রতিটি ফোটন কণাই আলোর বেগে (C = 3×10⁸ m/s) চলাচল করে। কোনো ঘটনাতেই এর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় না।
-
প্রতি ফোটন দ্বারা বহিত শক্তি:
যেখানে,
-
= বিবিরণের কম্পাংক
-
= প্লাংকের ধ্রুবক
-
ফোটনের স্রোতে কণার সংখ্যা যত বেশি, বাহিত শক্তির পরিমাণ তত বেশি, ফলে বিকিরণের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
-
-
নিউটনীয় বলবিদ্যায় ফোটনের ভর ব্যাখ্যা করা যায় না। ফোটনের স্থির ভর শূন্য হিসেবে ধরা হয়।
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
ওজোন স্তরের প্রধান কাজ কী?
Created: 1 month ago
A
সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা
B
বাতাসে তাপমাত্রা বৃদ্ধি করা
C
বৃষ্টিপাত সৃষ্টি করা
D
ভূমিকম্প প্রতিরোধ করা
স্ট্রাটোমণ্ডল (Stratosphere)
-
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্রাটোমণ্ডল।
-
এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
-
স্তরের শেষ সীমাকে স্ট্রাটোবিরতি (Stratopause) বলা হয়।
-
প্রথম ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে, এরপর ধীরে ধীরে বৃদ্ধি পায়।
-
স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা প্রায় ০° সেলসিয়াস।
-
এই স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ উভয়ই কম, এবং জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ নগন্য।
-
প্রায় মেঘশূন্য হওয়ায় ঝড়-বৃষ্টি থাকে না।
-
বায়ু অত্যন্ত হালকা এবং সমান্তরাল গতি দেখা যায়; উর্ধ্ব বা নিম্ন গতি নেই।
-
স্ট্রাটোমণ্ডলের উপরের দিকে ওজোন (Ozone) গ্যাসের স্তর রয়েছে, যা ওজোন মণ্ডল (Ozonesphere) নামে পরিচিত।
-
ওজোন স্তরের গভীরতা প্রায় ১২–১৬ কিলোমিটার।
-
এটি সূর্যের অতি বেগুনি রশ্মি (Ultraviolet Rays) শোষণ করে, যা জীবজগতের জন্য ক্ষতিকর।
-
এই স্তরের কারণে পৃথিবীতে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৌঁছাতে পারে না।
-
ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় এই অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে উচ্চ (প্রায় ৭৬০° সেলসিয়াস)।
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
সুনামি কোথায় সংঘটিত হয়?
Created: 1 month ago
A
পাহাড়ে
B
মরুভূমিতে
C
নদীতে
D
সমুদ্রের তলদেশে
সুনামি (Tsunami)
-
Tsunami একটি জাপানি শব্দ, যেখানে ‘সু’ অর্থ বন্দর এবং ‘নামি’ অর্থ ঢেউ। অর্থাৎ, সুনামি শব্দের মানে হলো বন্দরের ঢেউ। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ।
-
সমুদ্রতলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা সুনামি সৃষ্টি করতে পারে।
-
সুনামি প্রাকৃতিক দুর্যোগটি সাধারণত শুধুমাত্র সাগরে সংঘটিত হয়।
-
সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি ঘটে।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ঘটে।
-
এই ট্র্যাক্টনিক ভূমিকম্প ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছিল।
-
ভূমিকম্পের মাত্রা ৯ রিখটার স্কেলে পরিমাপ করা হয়।
-
এই জলোচ্ছাসে প্রায় তিন লাখের মতো মানুষ নিহত হয়, যার মধ্যে এক লাখ মানুষই ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ প্রদেশে নিহত হয়।
-
অগভীর পানিতে সুনামি শক্তি হারায়, অর্থাৎ কমে যায়।
-
বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার অগভীর পানি বাংলাদেশকে সুনামির প্রভাব থেকে রক্ষা করে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
পৃথিবীর অন্তঃস্থলের তাপমাত্রা কত?
Created: 1 month ago
A
৩০০০–৪০০০° সেলসিয়াস
B
৪০০০–৫০০০° সেলসিয়াস
C
৫০০০–৬০০০° সেলসিয়াস
D
৬০০০–৭০০০° সেলসিয়াস
পৃথিবীর অন্তঃস্থল (Inner Core) ও কেন্দ্র
১. পৃথিবীর কেন্দ্র (Earth’s Core)
-
অবস্থান: পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২,৯০০ কিমি গভীরে।
-
বৈশিষ্ট্য: অত্যন্ত উত্তপ্ত ও ঘন, বল-আকৃতির অংশ।
-
মোট ব্যাসার্ধ: প্রায় ৩,৪৮৫ কিমি।
২. বহিঃকেন্দ্র (Outer Core)
-
পুরুত্ব: প্রায় ২,২০০ কিমি।
-
উপাদান: তরল লোহা (Fe) ও নিকেল (Ni) মিশ্রণ (NiFe alloy)।
-
তাপমাত্রা: ৪,৫০০–৫,৫০০° সেলসিয়াস।
৩. অন্তঃকেন্দ্র (Inner Core)
-
ব্যাসার্ধ: প্রায় ১,২২০ কিমি।
-
উপাদান: কঠিন স্ফটিক আকারের লোহা (Fe) ও নিকেল।
-
তাপমাত্রা: ৫,২০০–৬,০০০° সেলসিয়াস (সূর্যের পৃষ্ঠের সমান)।
-
চাপ: প্রায় ৩.৬ মিলিয়ন বায়ুমণ্ডল (atm)।
উপসংহার:
পৃথিবীর Inner Core মূলত লোহা ও নিকেল দিয়ে গঠিত এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপের অধীনে কঠিন অবস্থায় থাকে।
উৎস: ভূবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago