A
পর্বত
B
নদী
C
সাগর
D
মহাসাগর
উত্তরের বিবরণ
বারিমণ্ডল (Hydrosphere)
-
পৃথিবী বর্তুলাকার, এবং এর ভূ-ভাগকে দুইটি অংশে ভাগ করা যায়: স্থলভাগ ও জলভাগ।
-
পৃথিবীর জলভাগই হলো বারিমণ্ডল।
-
ইংরেজিতে এর প্রতিশব্দ Hydrosphere, যেখানে Hydro অর্থ পানি এবং Sphere অর্থ ক্ষেত্র। অর্থাৎ, Hydrosphere মানে পানির ক্ষেত্র বা আধার।
-
বারিমণ্ডল বলতে ভূ-ত্বকের অবনমিত অংশে থাকা বিশাল পানিরাশি বোঝায়।
-
পানি একটি যৌগিক পদার্থ, যা অক্সিজেন (O) এবং হাইড্রোজেন (H) এর সমন্বয়ে H₂O গঠিত।
-
মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ, নদী ইত্যাদি মিলিতভাবে বারিমণ্ডল গঠন করে।
বারিমণ্ডলের প্রধান জলাধারসমূহ
-
মহাসাগর (Ocean):
-
পৃথিবীর পৃষ্ঠের বিশাল আকৃতির পানির আধার।
-
উদাহরণ: প্রশান্ত মহাসাগর।
-
-
সাগর (Sea):
-
ছোট আয়তনের উন্মুক্ত পানিরাশি, যা মহাসাগরের তুলনায় ছোট।
-
উদাহরণ: আরব সাগর।
-
-
উপসাগর (Bay or Gulf):
-
তিনদিকে স্থল দ্বারা বেষ্টিত পানিরাশি।
-
উদাহরণ: বঙ্গোপসাগর।
-
-
হ্রদ (Lake):
-
চারদিকে স্থল দ্বারা বেষ্টিত পানিরাশি।
-
উদাহরণ: বৈকাল হ্রদ।
-
-
নদী (River):
-
উঁচু পর্বত বা মালভূমি থেকে হিমবাহ, বরফগলা পানি বা বৃষ্টির জল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে জলাশয়, হ্রদ বা সমুদ্রে পৌঁছায়।
-
উদাহরণ: পদ্মা নদী।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
একটি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে কমপক্ষে কত শতাংশ বনভূমি থাকা উচিত?
Created: 1 week ago
A
১৫%
B
২৫%
C
২০%
D
৩০%
সাধারণ বিজ্ঞান
অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ
ইতিহাস
পৃথিবীর অভ্যন্তরীণ গঠন
প্রাকৃতিক দুর্যোগ
No subjects available.
বনের পরিবেশগত গুরুত্ব
-
কোনো এলাকার আবহাওয়া তার বনাঞ্চলের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়।
-
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য একটি অঞ্চলে অন্তত ২৫% বনভূমি থাকা অত্যাবশ্যক।
-
বনের বৃক্ষরাজি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে পরিবেশ নির্মল রাখে এবং বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে গ্রীনহাউস গ্যাসের বিরূপ প্রভাব কমায়।
-
বনের গাছপালা বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের আধিক্য ঘটায়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়।
-
যেখানে গাছপালা কম, সেখানে মরুকরণের সম্ভাবনা বৃদ্ধি পায়।
-
গাছপালা মাটিতে জৈব পদার্থের সংযোজন ঘটায়, মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং প্রাণিজগতের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে।
উৎস: কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
মহাজাগতিক রশ্মি বলতে কী বোঝায়?
Created: 1 week ago
A
চাঁদের আলোক
B
সৌরশক্তির তেজস্ক্রিয় বিকিরণ
C
মহাশূন্য থেকে বায়ুমণ্ডলে প্রবেশকারী উচ্চ শক্তিসম্পন্ন কণাসমূহ
D
বায়ুমণ্ডলে গঠিত গ্যাসীয় কণা
মহাজাগতিক রশ্মি (Cosmic Rays)
-
মহাজাগতিক রশ্মি বা ইংরেজিতে Cosmic rays হলো মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশকারী উচ্চ শক্তিসম্পন্ন আহিত কণাসমূহ।
-
অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস বেলুনের মাধ্যমে বহনযোগ্য যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেন যে এই বিকিরণ পরিবেশকে আয়নিত করে এবং এর উৎস মহাজাগতিক।
-
মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎস: ব্রিটানিকা ও নোবেল পুরস্কার ওয়েবসাইট

0
Updated: 1 week ago
পৃথিবী কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে তা আবার নিচে পড়ে যায় কেন?
Created: 1 week ago
A
চৌম্বক শক্তির কারণে
B
ভর বৃদ্ধির কারণে
C
পৃথিবীর মহাকর্ষ বলের কারণে
D
পৃথিবীর সবল বলের কারণে
সাধারণ বিজ্ঞান
ইতিহাস
পৃথিবী পরিচিতি
পৃথিবী-Earth
পৃথিবীর অভ্যন্তরীণ গঠন
বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য
No subjects available.
মহাকর্ষ (Gravity)
-
যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয়, এটি আবার নিচে ফিরে আসে, কারণ পৃথিবীর মহাকর্ষ বল তার প্রতি কাজ করে।
-
উদাহরণস্বরূপ:
-
লাফ দিয়ে উপরের দিকে উঠলে আমরা অনেক দূর যেতে পারি না এবং ফিরে এসে মাটিতে নামি।
-
গাছের ফল মাটিতে পড়ে।
-
ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে দিলে মাটিতে পড়ে।
-
-
এর অর্থ, পৃথিবী সব বস্তুকে তার দিকে টানে বা আকর্ষণ করে।
-
শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে টানে।
-
যে আকর্ষণ দুই বস্তুর মধ্যে কাজ করে, তাকে মহাকর্ষ বল বলা হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 1 week ago