পৃথিবী কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে তা আবার নিচে পড়ে যায় কেন?
A
চৌম্বক শক্তির কারণে
B
ভর বৃদ্ধির কারণে
C
পৃথিবীর মহাকর্ষ বলের কারণে
D
পৃথিবীর সবল বলের কারণে
উত্তরের বিবরণ
মহাকর্ষ (Gravity)
-
যখন কোনো বস্তুকে উপরের দিকে ছোঁড়া হয়, এটি আবার নিচে ফিরে আসে, কারণ পৃথিবীর মহাকর্ষ বল তার প্রতি কাজ করে।
-
উদাহরণস্বরূপ:
-
লাফ দিয়ে উপরের দিকে উঠলে আমরা অনেক দূর যেতে পারি না এবং ফিরে এসে মাটিতে নামি।
-
গাছের ফল মাটিতে পড়ে।
-
ক্রিকেট বল উপরের দিকে ছুঁড়ে দিলে মাটিতে পড়ে।
-
-
এর অর্থ, পৃথিবী সব বস্তুকে তার দিকে টানে বা আকর্ষণ করে।
-
শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে টানে।
-
যে আকর্ষণ দুই বস্তুর মধ্যে কাজ করে, তাকে মহাকর্ষ বল বলা হয়।
উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 1 month ago
ওজোন স্তরের প্রধান কাজ কী?
Created: 1 month ago
A
সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা
B
বাতাসে তাপমাত্রা বৃদ্ধি করা
C
বৃষ্টিপাত সৃষ্টি করা
D
ভূমিকম্প প্রতিরোধ করা
স্ট্রাটোমণ্ডল (Stratosphere)
-
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্রাটোমণ্ডল।
-
এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
-
স্তরের শেষ সীমাকে স্ট্রাটোবিরতি (Stratopause) বলা হয়।
-
প্রথম ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে, এরপর ধীরে ধীরে বৃদ্ধি পায়।
-
স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা প্রায় ০° সেলসিয়াস।
-
এই স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ উভয়ই কম, এবং জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ নগন্য।
-
প্রায় মেঘশূন্য হওয়ায় ঝড়-বৃষ্টি থাকে না।
-
বায়ু অত্যন্ত হালকা এবং সমান্তরাল গতি দেখা যায়; উর্ধ্ব বা নিম্ন গতি নেই।
-
স্ট্রাটোমণ্ডলের উপরের দিকে ওজোন (Ozone) গ্যাসের স্তর রয়েছে, যা ওজোন মণ্ডল (Ozonesphere) নামে পরিচিত।
-
ওজোন স্তরের গভীরতা প্রায় ১২–১৬ কিলোমিটার।
-
এটি সূর্যের অতি বেগুনি রশ্মি (Ultraviolet Rays) শোষণ করে, যা জীবজগতের জন্য ক্ষতিকর।
-
এই স্তরের কারণে পৃথিবীতে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৌঁছাতে পারে না।
-
ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করায় এই অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে উচ্চ (প্রায় ৭৬০° সেলসিয়াস)।
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে?
Created: 1 month ago
A
ওজোন
B
কার্বন ডাই-অক্সাইড
C
অক্সিজেন
D
কার্বন মনো-অক্সাইড
পরিবেশ দূষণ (Environmental Pollution)
-
পরিবেশ দূষণ হলো সেই অবস্থা যখন প্রাকৃতিক বা মানবসৃষ্ট পদার্থ পরিবেশকে বিষময় করে, ফলে জীবজগতের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।
-
মাটি, পানি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক উপাদানের ভৌত, রাসায়নিক ও জৈব পরিবর্তন পরিবেশ দূষণের প্রধান কারণ।
-
দূষিত পদার্থের বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।
-
মানব কর্মকাণ্ডের কারণে ধরিত্রী ক্ষতিগ্রস্থ হচ্ছে। যেমন:
-
জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন
-
অপরিকল্পিত শিল্পায়ন
-
বনজ সম্পদ ধ্বংস
-
বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দুর্বল
-
নদী-নালা, খাল-বিল ভরাট
-
ইটভাটা, ভূমিক্ষয়
-
যানবাহন ও রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত ব্যবহার
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব (Effects of Climate Change)
-
অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ।
-
গ্রিনহাউস প্রভাবের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ে, হিমালয়ের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়।
-
ফলে উপকূলবর্তী দেশসমূহ (বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা ইত্যাদি) ক্ষতিগ্রস্ত হবে।
-
ভবিষ্যৎ প্রভাব:
-
সমুদ্রপৃষ্ঠের উঁচু হওয়ার ফলে ভূমি বিলীন হওয়া
-
জীবন ও সম্পদের ক্ষতি
-
খরা, নদীর প্রবাহ হ্রাস, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস
-
পানযোগ্য পানির অভাব
-
মৎস্য সম্পদ ক্ষয়
-
ফসল উৎপাদন হ্রাস
-
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতি
-
উৎস: গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
মহাজাগতিক রশ্মি বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
চাঁদের আলোক
B
সৌরশক্তির তেজস্ক্রিয় বিকিরণ
C
মহাশূন্য থেকে বায়ুমণ্ডলে প্রবেশকারী উচ্চ শক্তিসম্পন্ন কণাসমূহ
D
বায়ুমণ্ডলে গঠিত গ্যাসীয় কণা
মহাজাগতিক রশ্মি (Cosmic Rays)
-
মহাজাগতিক রশ্মি বা ইংরেজিতে Cosmic rays হলো মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশকারী উচ্চ শক্তিসম্পন্ন আহিত কণাসমূহ।
-
অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী ভিক্টর ফ্রান্সিস হেস বেলুনের মাধ্যমে বহনযোগ্য যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেন যে এই বিকিরণ পরিবেশকে আয়নিত করে এবং এর উৎস মহাজাগতিক।
-
মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎস: ব্রিটানিকা ও নোবেল পুরস্কার ওয়েবসাইট

0
Updated: 1 month ago