The literary work 'Kubla Khan' is-
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
উত্তরের বিবরণ
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.
0
Updated: 5 months ago
Which of the following is a type of Drama based on real events or kings?
Created: 1 month ago
A
Absurd Drama
B
Historical Drama
C
Tragicomedy
D
Morality Play
Drama হলো অভিনয়ের জন্য রচিত সাহিত্যরূপ। এর বিভিন্ন ধরন আছে— Tragedy, Comedy, Tragicomedy, Historical Drama এবং Absurd Drama। Historical Drama বাস্তব ঘটনা বা রাজাদের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়। Shakespeare এই ধারার শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর Henry IV, Richard III প্রভৃতি নাটক সরাসরি ইতিহাস থেকে নেওয়া। Historical Drama-তে রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং ঐতিহাসিক সত্য নাটকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়। অন্যদিকে Absurd Drama জীবনের অর্থহীনতা দেখায়, Tragicomedy-তে ট্র্যাজেডি ও কমেডি মিশ্রিত থাকে। তাই সঠিক উত্তর হলো Historical Drama।
0
Updated: 1 month ago
Which of the following is one of the six elements of Tragedy according to Aristotle?
Created: 1 month ago
A
Allegory
B
Plot
C
Elegy
D
Satire
Aristotle তাঁর Poetics-এ Tragedy-এর ছয়টি মূল উপাদান উল্লেখ করেছেন: Plot, Character, Diction, Thought, Spectacle, এবং Song (Music)। এর মধ্যে Plot সবচেয়ে গুরুত্বপূর্ণ। Plot হলো ঘটনাবলীর বিন্যাস, যেখানে একটি শুরু, মধ্য ও শেষ থাকে। এটি নাটকের আত্মা বা মেরুদণ্ড। Aristotle বলেন, চরিত্র বা ভাষার চাইতেও Plot বেশি জরুরি, কারণ ঘটনাবলীই ট্র্যাজেডির আবেগকে (pity এবং fear) জাগ্রত করে। যেমন Oedipus Rex-এ Plot এমনভাবে সাজানো যে সত্য উদ্ঘাটন এবং অনিবার্য পতন দর্শককে গভীরভাবে নাড়া দেয়। তাই Tragedy-এর মূল ভিত্তি Plot, এবং এটি ছয় উপাদানের মধ্যে প্রধানতম।
1
Updated: 1 month ago
Which of the following is an example of an Elegy?
Created: 1 month ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Waste Land – T. S. Eliot
C
Elegy Written in a Country Churchyard – Thomas Gray
D
The Rape of the Lock – Alexander Pope
Elegy হল এমন একধরনের কবিতা যেখানে মৃত্যু বা প্রিয়জন হারানোর জন্য শোক প্রকাশ করা হয়। সাধারণত তিনটি অংশ থাকে: শোক (Lament), প্রশংসা (Praise), এবং সান্ত্বনা (Consolation)। ইংরেজি সাহিত্যে বিখ্যাত Elegy হলো Thomas Gray এর “Elegy Written in a Country Churchyard,” Milton এর “Lycidas,” Shelley এর “Adonais,” Whitman এর “O Captain! My Captain!” এবং Tennyson এর “In Memoriam A.H.H।” Elegy-তে কবি জীবনের ক্ষণস্থায়ীতা, মৃত্যুর অনিবার্যতা এবং মৃত ব্যক্তির স্মৃতিচারণ তুলে ধরেন। উদাহরণস্বরূপ, Gray এর Elegy সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং অমরতার চিন্তা প্রকাশ করে। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং সার্বজনীন মানব অভিজ্ঞতার প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago