A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
উত্তরের বিবরণ
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
Parcel
Created: 2 weeks ago
A
quarrel
B
piece of land
C
postage
D
unobstructed view
Parcel শব্দটির অর্থ সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ জমি বোঝাতে ব্যবহৃত হয়।
• The word Parcel means - a piece of land.
-
Parcel
-
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট এলাকা বা জমির অংশ; পাশাপাশি এমন কোনো বস্তু বা বস্তুসমষ্টি যা কাগজে মোড়ানো হয়, সাধারণত ডাকযোগে পাঠানোর উদ্দেশ্যে।
-
বাংলা অর্থ: বহনের উপযোগী কিংবা ডাকযোগে পাঠানোর জন্য মোড়ানো সামগ্রী; পারসেল; কোনো জমির নির্দিষ্ট খণ্ড, যা সাধারণত কোনো তালুক বা সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত হয়।
-
এছাড়াও কিছু প্রাসঙ্গিক শব্দের অর্থ:
-
Quarrel: বিবাদ, কলহ বা ঝগড়া।
-
Postage: ডাকখরচ বা ডাকমাশুল।
-
Unobstructed view: বাধাবিহীন বা নিরবিচারে দৃশ্য।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি
২. ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 weeks ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 2 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary

0
Updated: 2 months ago
BROCHURE means
Created: 1 month ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago