A
Primary
B
Final
C
Secondary
D
Capital
উত্তরের বিবরণ
জাতীয় আয়
সংজ্ঞা:
একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশে মোট চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনের বাজার মূল্য এবং বিদেশ থেকে প্রাপ্ত নীট আর্থিক আয় এর সমষ্টিকে জাতীয় আয় বলা হয়।
অন্যভাবে বলতে গেলে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকেই জাতীয় আয় বলা হয়।
অর্থনীতিবিদদের সংজ্ঞা:
-
অধ্যাপক মার্শাল:
"কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবা সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"
-
অধ্যাপক পিগু:
"জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
In what year was Value Added Tax introduced in Bangladesh?
Created: 1 week ago
A
July 1, 1991
B
June 1, 1991
C
July 1, 1990
D
June 1, 1990
Value Added Tax (VAT)
-
সংজ্ঞা: Value Added Tax বা মূল্য সংযোজন কর।
-
বাংলাদেশে চালু: ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ধরণ: একটি পরোক্ষ কর।
-
রাজস্বে গুরুত্ব:
-
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে ভ্যাট থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
-
-
বর্তমান ভ্যাট হার: ৫%, ৭.৫%, ১০% ও ১৫%।
উৎস: NBR ওয়েবসাইট

0
Updated: 1 week ago
On which date was the 'July Declaration' published?
Created: 1 week ago
A
July 31, 2025
B
8 August, 2025
C
5 August, 2025
D
July 36, 2025
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা: জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা ওই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়।
-
প্রকাশ: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
-
উপস্থাপনা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ধারা: মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
সারমর্ম:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
মূল্যবোধ শিক্ষা সমাজে কোনটি বৃদ্ধি করে?
Created: 1 week ago
A
অর্থনৈতিক অস্থিতিশীলতা
B
সামাজিক বিভাজন
C
আইনের শাসন প্রতিষ্ঠা
D
রাজনৈতিক পক্ষপাতিত্ব
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা:
- "মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা" বলতে বোঝানো হয়, মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কীভাবে সহায়ক হতে পারে।
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং সমাজের উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে।
⇒ তাদের উপযোগিতা হল:
• সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
• নীতি ও ঔচিত্যবোধ প্রতিষ্ঠা।
• স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা।
• আইনের শাসন প্রতিষ্ঠা।
• আমলাতন্ত্রের জবাবদিহিতা।
• মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতিষ্ঠা।
• দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
• দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি।
• সমাজে শৃঙ্খলাবোধ বিরাজ করা।
• নাগরিক সচেতনতা ইত্যাদি।

0
Updated: 1 week ago