A
Rajshahi
B
Dinajpur
C
Khulna
D
Sylhet
উত্তরের বিবরণ
বড় পুকুরিয়া কয়লা খনি
-
অবস্থান: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ভবানীপুর বাজারের দক্ষিণে।
-
ধরন: এটি বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি।
-
উৎপাদিত কয়লার ধরণ: সবচেয়ে মূল্যবান বিটুমিনাস কয়লা।
-
বার্ষিক উৎপাদন: প্রায় ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা।
-
বিদ্যুৎ উৎপাদন: খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
-
এই কেন্দ্রটি উত্তোলিত কয়লার মাধ্যমে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে।
-
উৎস: পার্বতীপুর উপজেলা ওয়েবসাইট

0
Updated: 1 week ago
নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি?
Created: 1 week ago
A
শিল্পকলা
B
আদর্শ
C
মূল্যবোধ
D
উপরের সবগুলো
সংস্কৃতি: - সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture যার উৎপত্তিগত অর্থ চাষ করা বা কর্ষণ করা। - মানুষ তার জীবন চলার পথে বা জীবন মান বৃদ্ধির জন্য তার চার পাশের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে সমস্ত কার্যাবলি করে থাকে তাকে সংস্কৃতি বলে। - কোনো কোনো সমাজে যেটা সংস্কৃতি অন্য সমাজে সেটা অপসংস্কৃতি বলে গণ্য হতে পারে। - পৃথিবীতে রাষ্ট্রভেদে সংস্কৃতি আলাদা। - সংস্কৃতিতে সর্বজনীন বলে কিছু নেই। ⇒ সংস্কৃতি দুই প্রকার। যথা: i) বস্তুগত সংস্কৃতি এবং ii) অবস্তুগত সংস্কৃতি। • বস্তুগত সংস্কৃতি: - সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষ দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। এসব বস্তুগত জিনিসের মধ্যে ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি, পোষাক, বাসন বা তৈজসপত্র, হাতিয়ার অন্যতম। • অবস্তুগত সংস্কৃতি: - যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের সংস্কৃতির অংশ তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন-চিন্তাভাবনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ ইত্যাদি। এক কথায় ভাবগত সংস্কৃতিকে অবস্তুগত সংস্কৃতি বলে। এছাড়াও মানুষের ভাষা, জ্ঞান-বিজ্ঞান, আইন, আদর্শ, মূল্যবোধ, প্রথা, শিল্পকলা, অভ্যাস, বিশ্বাস, সামর্থ্য ইত্যাদি উপাদানও অবস্তুগত সংস্কৃতির অংশ।
সংস্কৃতি:
- সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture যার উৎপত্তিগত অর্থ চাষ করা বা কর্ষণ করা।
- মানুষ তার জীবন চলার পথে বা জীবন মান বৃদ্ধির জন্য তার চার পাশের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে সমস্ত কার্যাবলি করে থাকে তাকে সংস্কৃতি বলে।
- কোনো কোনো সমাজে যেটা সংস্কৃতি অন্য সমাজে সেটা অপসংস্কৃতি বলে গণ্য হতে পারে।
- পৃথিবীতে রাষ্ট্রভেদে সংস্কৃতি আলাদা।
- সংস্কৃতিতে সর্বজনীন বলে কিছু নেই।
⇒ সংস্কৃতি দুই প্রকার। যথা:
i) বস্তুগত সংস্কৃতি এবং
ii) অবস্তুগত সংস্কৃতি।
• বস্তুগত সংস্কৃতি:
- সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষ দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহার করে তাকে বস্তুগত সংস্কৃতি বলে। এসব বস্তুগত জিনিসের মধ্যে ঘরবাড়ি, আসবাবপত্র, যন্ত্রপাতি, পোষাক, বাসন বা তৈজসপত্র, হাতিয়ার অন্যতম।
• অবস্তুগত সংস্কৃতি:
- যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের সংস্কৃতির অংশ তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন-চিন্তাভাবনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, সাহিত্য, দর্শন, ধর্ম, নীতিবোধ ইত্যাদি। এক কথায় ভাবগত সংস্কৃতিকে অবস্তুগত সংস্কৃতি বলে। এছাড়াও মানুষের ভাষা, জ্ঞান-বিজ্ঞান, আইন, আদর্শ, মূল্যবোধ, প্রথা, শিল্পকলা, অভ্যাস, বিশ্বাস, সামর্থ্য ইত্যাদি উপাদানও অবস্তুগত সংস্কৃতির অংশ।

0
Updated: 1 week ago
What is the total amount of arable land in Bangladesh? (August - 2025)
Created: 1 week ago
A
3 crore 96 lakh 92 thousand acres.
B
3 crore 92 lakh 99 thousand acres.
C
3 crore 86 lakh 96 thousand acres.
D
3 crore 92 lakh 96 thousand acres.
কৃষি পরিসংখ্যান (২০২২-২০২৩)
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)
-
মোট আবাদযোগ্য জমি: ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর
-
মোট আবাদী জমি: ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর
-
আবাদযোগ্য নয় এমন জমি: ৮৩ লক্ষ ৫৮ হাজার একর
-
বনাঞ্চল: ৬৩ হাজার ৬৩ একর

0
Updated: 1 week ago
মূল্যবোধ শিক্ষা সমাজে কোনটি বৃদ্ধি করে?
Created: 1 week ago
A
অর্থনৈতিক অস্থিতিশীলতা
B
সামাজিক বিভাজন
C
আইনের শাসন প্রতিষ্ঠা
D
রাজনৈতিক পক্ষপাতিত্ব
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা:
- "মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা" বলতে বোঝানো হয়, মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কীভাবে সহায়ক হতে পারে।
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং সমাজের উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে।
⇒ তাদের উপযোগিতা হল:
• সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
• নীতি ও ঔচিত্যবোধ প্রতিষ্ঠা।
• স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা।
• আইনের শাসন প্রতিষ্ঠা।
• আমলাতন্ত্রের জবাবদিহিতা।
• মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতিষ্ঠা।
• দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা।
• দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি।
• সমাজে শৃঙ্খলাবোধ বিরাজ করা।
• নাগরিক সচেতনতা ইত্যাদি।

0
Updated: 1 week ago