What is the amount of the Annual Development Program, or ADP?
A
2 lakh 30 thousand crores
B
2 lakh 50 thousand crores
C
2 lakh75 thousand crores
D
2 lakh 65 thousand crores
উত্তরের বিবরণ
বাজেট ২০২৫‑২৬
-
বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
মোট বাজেট: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
-
বাজেট ঘাটতি: বাজেটের ৩.৬২%।
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা।
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%।
-
মূল্যস্ফীতি লক্ষ্য: ৬.৫%।
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযোজন: "জুলাই যোদ্ধা"।
-
২০২৫‑২৬ অর্থবছরের বরাদ্দ:
-
উন্নয়ন বাজেট: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেট: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
-
সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা।
উৎস: বাজেট ২০২৫‑২০২৬

0
Updated: 1 month ago
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের
Created: 1 month ago
A
বিপরীত
B
সাংঘর্ষিক
C
পরিপূরক
D
উপরের সবগুলো
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন: - মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক। - মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। - মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। - মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। - সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। - মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়। তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন:
- মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের পরিপূরক।
- মূল্যবোধ শিক্ষার যথার্থ উপস্থিতি ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
- মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে।
- মূল্যবোধ ও সুশাসনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
- সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সব নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে।
- মূল্যবোধ না থাকলে সুশাসনের উপাদানগুলো প্রতিষ্ঠা ও বিকশিত করা সম্ভব নয়।
তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago
উপমহাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
Created: 5 months ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
এ কে ফজলুল হক
C
আব্দুল হামিদ খান ভাসানী
D
সৈয়দ আমীর আলী
• শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
- ১৯৬৩ সালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য,
- উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে "গণতন্ত্রের মানসপুত্র" বলা হয়।
- তার নেতৃত্বে, পাকিস্তানের প্রাথমিক বছরগুলোতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পাকিস্তানের দুই অংশের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছিল। তিনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনমত যাচাই ও জনগণের অংশগ্রহণে বিশ্বাস করতেন। এজন্যই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' আখ্যা দেওয়া হয়।

0
Updated: 5 months ago
Which one serves as a clearing house?
Created: 1 month ago
A
Agrani Bank
B
Janata Bank
C
Rupali Bank
D
Bangladesh Bank
নিকাশ ঘর
বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে।
-
বিভিন্ন ব্যাংকের গ্রাহক চেকের মাধ্যমে লেনদেন করলে ব্যাংকগুলোর মধ্যে দেনাপাওনার সৃষ্টি হয়।
-
নিকাশ ঘর হিসেবে বাংলাদেশ ব্যাংক এসব পারস্পরিক দেনাপাওনা মিটিয়ে দেয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে নিকাশ ঘরের কাজ করে সোনালী ব্যাংক।
উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago