A
Limestone
B
White Clay
C
Hard rock
D
Natural Gas
উত্তরের বিবরণ
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক গ্যাস। এটি এক উৎকৃষ্ট জ্বালানি, পাশাপাশি বিভিন্ন শিল্পে—বিশেষ করে সার কারখানায়—কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়।
১৯৫৫ সালে সিলেটের হরিপুর এলাকায় বার্মা ওয়েল কোম্পানি প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে এবং ১৯৫৭ সাল থেকে দেশে গ্যাস উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। উল্লেখযোগ্য গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বিবিয়ানা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ইত্যাদি। এর মধ্যে ভোলার ইলিশা-১ কূপ হলো সর্বশেষ (২৯তম) আবিষ্কৃত গ্যাসক্ষেত্র।
প্রাকৃতিক গ্যাস ছাড়াও বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক ইত্যাদি উল্লেখযোগ্য।
উৎস: এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পেট্রোবাংলা।

0
Updated: 1 week ago
উপমহাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
Created: 4 months ago
A
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B
এ কে ফজলুল হক
C
আব্দুল হামিদ খান ভাসানী
D
সৈয়দ আমীর আলী
• শহীদ সোহরাওয়ার্দী:
- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- তিনি ১৮৯২ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
- ১৯৬৩ সালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য,
- উপমহাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীকে "গণতন্ত্রের মানসপুত্র" বলা হয়।
- তার নেতৃত্বে, পাকিস্তানের প্রাথমিক বছরগুলোতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পাকিস্তানের দুই অংশের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ছিল। তিনি যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য জনমত যাচাই ও জনগণের অংশগ্রহণে বিশ্বাস করতেন। এজন্যই তাকে 'গণতন্ত্রের মানসপুত্র' আখ্যা দেওয়া হয়।

0
Updated: 4 months ago
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কবে পালিত হয়?
Created: 1 week ago
A
৯ ডিসেম্বর
B
১০ ডিসেম্বর
C
১১ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর

0
Updated: 1 week ago
'Moral and others' গ্রন্থটি কে লিখেছেন?
Created: 1 week ago
A
ফ্রান্সিস বেকন
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
মেকিয়াভেলি
বার্ট্রান্ড রাসেল: - রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। - তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব। - ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন: - রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে। - বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- • The Elements of Ethics, • Human Society in Ethics and Politics, • Moral and others, • Power: A New Social Analysis, • Political Ideals, • Introduction to Mathematical Philosophy etc.
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন:
- রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।
- বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.

0
Updated: 1 week ago