Which is the most important resource of Bangladesh?
A
Limestone
B
White Clay
C
Hard rock
D
Natural Gas
উত্তরের বিবরণ
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাকৃতিক গ্যাস। এটি এক উৎকৃষ্ট জ্বালানি, পাশাপাশি বিভিন্ন শিল্পে—বিশেষ করে সার কারখানায়—কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়।
১৯৫৫ সালে সিলেটের হরিপুর এলাকায় বার্মা ওয়েল কোম্পানি প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার করে এবং ১৯৫৭ সাল থেকে দেশে গ্যাস উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। উল্লেখযোগ্য গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—বিবিয়ানা, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদপুর ইত্যাদি। এর মধ্যে ভোলার ইলিশা-১ কূপ হলো সর্বশেষ (২৯তম) আবিষ্কৃত গ্যাসক্ষেত্র।
প্রাকৃতিক গ্যাস ছাড়াও বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক ইত্যাদি উল্লেখযোগ্য।
উৎস: এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পেট্রোবাংলা।

0
Updated: 1 month ago
In what year did the Bangladesh government adopt the latest Poverty Alleviation Strategy Paper? (August - 2025)
Created: 1 month ago
A
2017
B
2014
C
2016
D
2015
নিশ্চয়ই, তথ্যগুলো ঠিক রেখে পুনর্লিখন করা হলো—
• দারিদ্র্য বিমোচন কৌশলপত্র:
-
সংজ্ঞা: দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (PRSP) হলো দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিশ্বে নিম্ন আয়ের দেশগুলির অভ্যন্তরীণ নীতি, পরিকল্পনা ও উন্নয়ন সহযোগিতার জন্য প্রণীত দলিল বা রূপরেখা।
-
বাংলাদেশে প্রথম প্রণয়ন: ২০০৫ সালে বাংলাদেশ IPRSP প্রথম প্রণয়ন করে।
-
শিরোনাম: ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের কৌশল’।
-
সর্বশেষ গ্রহণ: বাংলাদেশ সরকার সর্বশেষ দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে ২০১৫ সালে।
-
মোট গ্রহণকৃত কৌশলপত্র: বাংলাদেশ সরকার এ পর্যন্ত ৪টি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করেছে।
উৎস: IMF

0
Updated: 1 month ago
'Moral and others' গ্রন্থটি কে লিখেছেন?
Created: 1 month ago
A
ফ্রান্সিস বেকন
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
মেকিয়াভেলি
বার্ট্রান্ড রাসেল: - রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক। - তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব। - ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন: - রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে। - বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- • The Elements of Ethics, • Human Society in Ethics and Politics, • Moral and others, • Power: A New Social Analysis, • Political Ideals, • Introduction to Mathematical Philosophy etc.
বার্ট্রান্ড রাসেল:
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
⇒ Political Ideals গ্রন্থে তিনি বলেছেন:
- রাজনৈতিক আদর্শ ব্যক্তিজীবনের আদর্শের উপর ভিত্তি করে হতে হবে।
- বাট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
• The Elements of Ethics,
• Human Society in Ethics and Politics,
• Moral and others,
• Power: A New Social Analysis,
• Political Ideals,
• Introduction to Mathematical Philosophy etc.

0
Updated: 1 month ago
On which date was the 'July Declaration' published?
Created: 1 month ago
A
July 31, 2025
B
8 August, 2025
C
5 August, 2025
D
July 36, 2025
জুলাই ঘোষণাপত্র
-
সংজ্ঞা: জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যা ওই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়।
-
প্রকাশ: বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
-
উপস্থাপনা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ধারা: মোট ২৮টি ধারা অন্তর্ভুক্ত।
-
সারমর্ম:
-
রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কার
-
ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি
-
আইনি সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 month ago