What is the meaning of the word 'scuttle'?
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
উত্তরের বিবরণ
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago
What is the meaning of the word 'sequences'?
Created: 3 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 3 months ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 1 month ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
Answer: Store selfishly or secretly.
Word: Hoard (Noun, Verb)
-
English Meaning: A secret stash of money, food, or valuables kept to prevent theft or sharing.
-
Bangla Meaning: সযত্নে গোপনে সঞ্চিত অর্থ, খাদ্য বা মূল্যবান সম্পদ।
Examples:
-
The squirrel had a hoard of nuts under the tree roots.
-
People began to hoard essentials during the crisis.
-
A hoard of ancient gold coins was found in the field.

0
Updated: 1 month ago
"It is time to review the protocol on testing nuclear weapons". Here the underlined word means-
Created: 3 weeks ago
A
Record of rules
B
Summary of rules
C
Procedures
D
Problems
Protocol (noun)
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট নিয়ম এবং আনুষ্ঠানিক আচরণের ব্যবস্থা, যা সাধারণত সরকারি বা আন্তর্জাতিক বৈঠকে ব্যবহার করা হয়।
বাংলা অর্থ: (বিশেষত দুইটি রাষ্ট্রের মধ্যে) খসড়া চুক্তি; শিষ্টাচার বা আনুষ্ঠানিক আচরণের নিয়ম; কূটনৈতিক বা সরকারি অনুষ্ঠানে মান্য হওয়া বিনয়বিধি।
প্রদত্ত বিকল্পসমূহ:
ক) Record of rules – নিয়মাবলীর লিখিত রেকর্ড।
খ) Summary of rules – নিয়মের সংক্ষিপ্তসার।
গ) Procedures – কার্যপ্রণালী বা প্রক্রিয়া।
ঘ) Problems – সমস্যা বা অসুবিধা।
উদাহরণ বাক্য:
"It is time to review the protocol on testing nuclear weapons."
এখানে protocol শব্দের অর্থ হলো Record of rules, অর্থাৎ নিয়মাবলীর লিখিত রেকর্ড।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 3 weeks ago