A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
উত্তরের বিবরণ
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
'Out and out' means___.
Created: 1 day ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 day ago
'Razzmatazz' means-
Created: 1 month ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of 'White Elephant'?
Created: 1 day ago
A
An elephant of white colour
B
A hoarder
C
A black marketer
D
A very costly or troublesome possession
White elephant অর্থ হলো এমন কিছু জিনিস যা খুবই দামী বা অনেক টাকা খরচ হয়, কিন্তু আসলে তার কোনো উপকার বা কাজের প্রয়োজন হয় না। অর্থাৎ, দামী হলেও কাজের কোনো ফলাফল বা সুবিধা দেয় না।
বাংলায়:
দামী কিন্তু কাজে লাগে না এমন কিছু।
উদাহরণ: সরকারের এই বিভাগটা অনেক টাকা খরচ করে, কিন্তু কাজের কিছু করে না। এটি একটি ‘white elephant’

0
Updated: 1 day ago