'Tom Jones' by Henry Fielding was first published in-
A
the 1st half of 19th century
B
the 2nd half of 18th century
C
the 1st half of 18th century
D
the 2nd half of 19th century
উত্তরের বিবরণ
Tom Jones by Henry Fielding
-
‘Tom Jones’, in full The History of Tom Jones, a Foundling, একটি বিখ্যাত comic novel যা Henry Fielding রচিত।
-
এই উপন্যাসটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়, যা ১৮শ শতাব্দীর প্রথমার্ধে পড়ে।
-
এটি একটি রোমান্স প্লটের উপর ভিত্তি করে লেখা।
-
Tom Jones কে Picaresque Novel ধারার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
চরিত্রসমূহ
এই উপন্যাসে বিভিন্ন ধরনের জীবন্ত চরিত্র দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim
-
ইত্যাদি।
Henry Fielding সম্পর্কে
-
Henry Fielding এবং Samuel Richardson-কে একসাথে "Father of the Modern English Novel" হিসেবে গণ্য করা হয়।
-
তিনি মূলত Picaresque Novel এর জন্য বিখ্যাত।
-
তার ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
তাঁর অন্যান্য বিখ্যাত উপন্যাসসমূহ
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
📚 Sources:
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman
-
Britannica
-
SparkNotes
0
Updated: 5 months ago
Who wrote the picaresque novel titled 'Tom Jones'?
Created: 1 month ago
A
Samuel Richardson
B
Horace Walpole
C
Henry Fielding
D
Laurence Sterne
Henry Fielding (1707–1754) ছিলেন অগাস্টান যুগের সবচেয়ে সফল ঔপন্যাসিক এবং তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সাহিত্য জগতে বিশেষভাবে তার হাস্যরসাত্মক ও সমালোচনামূলক রচনার জন্য পরিচিত।
-
তিনি The Augustan period বা Pope যুগের অন্যতম প্রধান সাহিত্যিক।
-
তাকে আধুনিক ইংরেজি উপন্যাসের পিতামাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Tom Jones (1749)
-
Amelia
-
Joseph Andrews
-
Jonathan Wilde
-
Top Secret
-
Tom Jones, পুরো নাম The History of Tom Jones, a Foundling, একটি হাস্যরসাত্মক উপন্যাস যা 1749 সালে প্রকাশিত হয়। এটি ১৮ শতকের প্রথমার্ধের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
Who wrote the novel For Whom the Bell Tolls?
Created: 1 month ago
A
Ernest Hemingway
B
Thomas Hardy
C
Virginia Woolf
D
Thomas Gray
সঠিক উত্তর: Ernest Hemingway
For Whom the Bell Tolls
-
এই উপন্যাসটি লিখেছেন Ernest Hemingway।
-
প্রকাশিত: ১৯৪০
-
কাহিনীর প্রেক্ষাপট: Segovia, Spain
-
উপন্যাসটি Spanish Civil War-এর পটভূমিতে আবর্তিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
Ernest Hemingway
-
তিনি একজন American novelist এবং short-story writer।
-
১৯৫৪ সালে ‘The Old Man and The Sea’ উপন্যাসের জন্য Nobel Prize in Literature লাভ করেন।
Famous Novels by Hemingway
-
For Whom The Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
উল্লেখ্য:
-
'For Whom the Bell Tolls' নামের কবিতাটি লিখেছেন John Donne।
Source: Encyclopedia Britannica; Live MCQ lecture
0
Updated: 1 month ago
'Captain Ahab' is a character from -
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Robinson Crusoe
C
Moby Dick
D
Old Man and The Sea
Moby Dick
-
লেখক: Herman Melville
-
প্রথম প্রকাশ: 1851, মূলত The Whale নামে
-
উৎসর্গ: Nathaniel Hawthorne
-
বিষয়: তিমি শিকার ও মানুষের আবেগ, প্রতিশোধ ও অবসেশন
Summary:
-
প্রধান চরিত্র:
-
Captain Ahab – এক-পা হারানো জাহাজের অধিনায়ক, Moby Dick তিমি শিকার করতে বদ্ধপরিকর
-
Ishmael – ন্যারেটর
-
Queequeg, Starbuck, Peleg, Bildad (Pequod জাহাজের মালিক)
-
-
গল্পের কেন্দ্র: Moby Dick নামক white giant whale
-
Ahab-এর আবেগপ্রবণ শিকার তার নিজস্ব মৃত্যু এবং প্রায় সব ক্রুদের মৃত্যুর কারণ হয়
-
শেষমেশ, white whale মারা যায় না
Herman Melville
-
American novelist, short story writer, poet
-
সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত
Famous Novels:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
0
Updated: 1 month ago