A
প্রশ্নচিহ্ন
B
কোলন-ড্যাশ
C
বিস্ময়চিহ্ন
D
বিস্ময়চিহ্ন
উত্তরের বিবরণ
বাংলা যতি (Punctuation Marks)
১. অন্ত্যযতি (Terminal Punctuation)
-
দাঁড়ি: ।
-
প্রশ্নচিহ্ন: ?
-
বিস্ময়চিহ্ন: !
-
দুই দাঁড়ি: ।।
২. অভ্যন্তর যতি (Internal Punctuation)
-
কমা: ,
-
সেমিকোলন: ;
-
হাইফেন: -
-
ড্যাশ: _
-
কোলন: :
-
কোলন-ড্যাশ: :-
-
বিন্দু: .
৩. অন্যান্য যতি (Other Marks)
-
ঊর্ধ্বকমা: '
-
ত্রিবিন্দু: ...
-
উদ্ধৃতিচিহ্ন: '...'/"..."
-
বন্ধনীচিহ্ন: (({{-]}))
-
বিকল্পচিহ্ন: /
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)

0
Updated: 1 week ago
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।

1
Updated: 1 month ago
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ধাতু বোঝাতে
B
অর্থমূলক
C
ব্যাখ্যামূলক
D
উৎপন্ন বোঝাতে
সাহিত্যিক লেখায় বন্ধনী চিহ্ন (যেমন, ()) সাধারণত বিশেষ তথ্য, ব্যাখ্যা, মন্তব্য বা পরিসংখ্যান যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা মূল বক্তব্যকে সমর্থন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে।

0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Created: 4 days ago
A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"

0
Updated: 4 days ago