অন্ত্যযতি নয় কোনটি?
A
প্রশ্নচিহ্ন
B
কোলন-ড্যাশ
C
বিস্ময়চিহ্ন
D
বিস্ময়চিহ্ন
উত্তরের বিবরণ
বাংলা যতি (Punctuation Marks)
১. অন্ত্যযতি (Terminal Punctuation)
-
দাঁড়ি: ।
-
প্রশ্নচিহ্ন: ?
-
বিস্ময়চিহ্ন: !
-
দুই দাঁড়ি: ।।
২. অভ্যন্তর যতি (Internal Punctuation)
-
কমা: ,
-
সেমিকোলন: ;
-
হাইফেন: -
-
ড্যাশ: _
-
কোলন: :
-
কোলন-ড্যাশ: :-
-
বিন্দু: .
৩. অন্যান্য যতি (Other Marks)
-
ঊর্ধ্বকমা: '
-
ত্রিবিন্দু: ...
-
উদ্ধৃতিচিহ্ন: '...'/"..."
-
বন্ধনীচিহ্ন: (({{-]}))
-
বিকল্পচিহ্ন: /
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)

0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"

0
Updated: 1 month ago
বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
বিন্দু
C
হাইফেন
D
ড্যাশ
বিরামচিহ্নের বিভিন্ন প্রকার এবং তাদের ব্যবহার নিয়ে আমরা জানি, বাক্যের স্বচ্ছতা ও অর্থবোধের জন্য সঠিক চিহ্ন ব্যবহারের গুরুত্ব অপরিসীম।
-
হাইফেন (-): বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
-
উদাহরণ: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
-
-
বিন্দু (.): শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
ইংরেজিতে এটি ফুলস্টপ বা পিরিয়ড (.) সমতুল্য।
-
সংখ্যা বা বর্ণ দিয়ে ক্রম নির্দেশ করলে বিন্দু বসে।
-
উদাহরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
-
উদাহরণ: ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য ও ৪. অর্থ।
-
-
সেমিকোলন (;): স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে ব্যবহৃত হয়।
-
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
-
-
ড্যাশ (-): সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করতে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: বাংলাদেশ দল জয়লাভ করেছে–বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত।
-
উদাহরণ: ঐ লোকটি—যিনি গতকাল এসেছিলেন—তিনি আমার মামা।
-

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Created: 2 months ago
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 2 months ago