অব্যয় পদের দ্বিরুক্তির উদাহরণ
১. ভাবের গভীরতা বোঝাতে:
-
সবাই হায় হায় করতে লাগল।
-
ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতে:
-
বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে:
-
পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৫. ধ্বনিব্যঞ্জনা:
-
ঝির ঝির করে বাতাস বইছে।
-
বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।